২০২৫ -র দুর্গাপুজো শেষ। পুজো শেষ মানে, অপেক্ষা আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালিরা প্ল্যানিং শুরু করে, আগামী বছরের। বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে, পরের বছরের থিম নিয়ে। জানুন, ২০২৬ সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে এবং মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ।
বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচদিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। এর ওপরই নির্ভর করে গোটা বছর সকলের কেমন কাটবে। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়।
সপ্তমী ও দশমী তিথি
সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে, দুর্গার কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। সপ্তমী ও দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে।
২০২৬-এ দেবী দুর্গার আগমন
২০২৬ সালে দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে।
২০২৬-এ দেবী দুর্গার গমন
দেবীর গমন নৌকা, বন্যার প্রতীক।
২০২৫-সালে দেবী দুর্গার আগমন- গমন
২০২৫ সালে দেবী দুর্গার আগমন হয় গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা। দেবীর গমন হয় দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক।
অশুভ কোনটা?
শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে।
দেবীর কোন বাহন কিসের প্রতীক?
দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক।
নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।
গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।
মহালয়া ২০২৬
২০২৫ সালের মহালয়া পড়েছে - ১০ অক্টোবর, শনিবার
দুর্গা পুজো ২০২৬
মহাপঞ্চমী- ১৬ অক্টোবর, শুক্রবার
মহাষষ্ঠী - ১৭ অক্টোবর, শনিবার
মহাসপ্তমী - ১৮ অক্টোবর, রবিবার
মহাষ্টমী - ১৯ অক্টোবর, সোমবার
মহানবমী - ২০ অক্টোবর, মঙ্গলবার
মহাদশমী - ২১ অক্টোবর, বুধবার
লক্ষ্মী পুজো ২০২৬
আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ২৫ অক্টোবর, রবিবার
কালী পুজো ২০২৬
৮ নভেম্বর, রবিবার পড়েছে কালী পুজো বা দীপাবলি
ভাইফোঁটা ২০২৬
১০ নভেম্বর, মঙ্গলবার পড়েছে ভাইফোঁটা