Advertisement

Ganesh Chaturthi 2025 Exact Timing: এই সময় গণেশ চতুর্থীর পুজো করলে আশীর্বাদ বর্ষাবেন গণপতি, কখন সেই মাহেন্দ্রযোগ?

Ganesh Chaturthi 2025 Puja: সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র- আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। গণপতির প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদে। 

গণেশ চতুর্থী গণেশ চতুর্থী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 7:44 PM IST

গণেশ (Ganesh) হলেন হিন্দুধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম। সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্রোচ্চারণ করেই। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়।

সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্র- আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব (Ganesh Chaturthi Festival)।  

'গণেশ' নামটি একটি সংস্কৃত শব্দবন্ধ। গণ ও ঈশ শব্দদুটির সন্ধির মাধ্যমে এই শব্দটির উৎপত্তি। গণ শব্দের অর্থ একটি গোষ্ঠী, সমষ্টি বা বিষয়শ্রেণি এবং ঈশ শব্দের অর্থ ঈশ্বর বা প্রভু। গণপতির প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদে। তিনি গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি, একদন্ত ইত্যাদি নামেও পরিচিত। 

আরও পড়ুন

 

গণেশ চতুর্থী ২০২৫ দিনক্ষণ (Ganesh Chaturthi Date And Time)

* এই বছর গণেশ চতুর্থী পড়েছে ২৭ সেপ্টেম্বর (১০ ভাদ্র ), বুধবার। 

* ১৭ সেপ্টেম্বর বেলা ১২/৫৩ থেকে ১৮ সেপ্টেম্বর দুপুর ২/২৮ মিনিট পর্যন্ত থাকবে চতুর্থী তিনি। 

গণেশ চতুর্থীর অমৃতযোগ- দিবা ঘ ৭/২ মধ্যে ও ৯/৩১ গতে ১১/১০ মধ্যে ও ৩/১৮ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ঘ ৬/৩৩ গতে ৮/৫৩ মধ্যে ও ১/৩১ গতে ৫/২০ মধ্যে। 

গণেশ চতুর্থীর মাহেন্দ্রযোগ- দুপুর ১/৩৯ গতে ৩/১৮ মধ্যে এবং রাত্রি ৮/৫৩ গতে ১০/২৫ মধ্যে। 

 

গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi Utsav)

প্রায় দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। এগারোতম দিনে গণেশ মূর্তির নিরঞ্জন করা হয়। পুজোর এই শেষ দিনকে বলা হয় 'অনন্ত চতুর্দশী'। আগে মূলত ব্যবসায়ীরা গণেশ চতুর্থী পালন করতেন। তবে বর্তমানে বেশিরভাগ বাড়িতেও আয়োজন করা হয় গণেশ বন্দনার। 

গণেশ চতুর্থী উদযাপন (Ganesh Chaturthi Celebrations)

গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশজুড়ে মহাসমারোহে চলে উৎযাপন। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন, পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই বড়। এছাড়াও গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এমনকি শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করেন।  কন্নড়, তামিল, তেলেগু ও সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণি ভাষায় চবথ এবং নেপালিতে এই উৎসবকে বলে চথা। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়। 

Advertisement

 

গণেশের প্রিয় কী? (Lord Ganesha Favourite Things) 

শাস্ত্র মতে গণপতি সবচেয়ে সন্তুষ্ট হন সিঁদুর, লাল চন্দন, লাল ফুল ও দূর্বাতে। গণেশ চতুর্থীতে তো বটেই, এছাড়াও প্রতি বুধবার, এই সামগ্রীগুলি দিয়ে নিষ্ঠা করে গণেশ পুজো করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়। বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। 

 

Read more!
Advertisement
Advertisement