Remove Shani Prakop in Kali puja 2025: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা মানেই কালীপুজো। এই রাতে মা কালীর আরাধনা করলে শত্রুভয়, রোগ ও ঋণ দূর হয়, এমনটাই বিশ্বাস। কালীভক্তদের উপর কোনও তন্ত্র বা জাদুবিদ্যা কাজ করে না বলেও মনে করা হয়। মা কালীর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা, কেরিয়ারের সমস্যা কিংবা ব্যবসার অচলাবস্থা কেটে যায়। শনি বা রাহুর দশা, সাড়ে সাতি কিংবা ঢাইয়া থেকে মুক্তির জন্যও কালীর উপাসনা বিশেষ ফলপ্রদ বলে শাস্ত্রে উল্লেখ আছে।
তবে মা কালীকে দুইভাবে আরাধনা করা যায়। সাত্বিকভাবে এবং তন্ত্রমতে। সাত্বিক উপাসনা যে কেউ করতে পারেন, কিন্তু তন্ত্রমতে পূজা করতে হলে অবশ্যই অভিজ্ঞ পুরোহিতের মাধ্যমে করানো উচিত। না হলে ফল উলটো হতে পারে।
কালীপুজোর দিনে কিছু সহজ উপায় করলে মা কালীর আশীর্বাদে জীবনের অশান্তি, বাধা, কষ্ট ও আর্থিক সংকট সবই দূর হয়, এমনটাই বিশ্বাস।
শনিদোষ নিবারণের উপায়:
শনির কুফল থেকে মুক্তি পেতে কালী মন্দিরে যান সরষের তেল, কালো তিল ও কালো বিউলির ডাল নিয়ে। এই সামগ্রী মায়ের পায়ে অর্পণ করলে শনিদোষ নষ্ট হয়।
মনস্কামনা পূরণের উপায়:
কালীপুজোর দিন ও তার পরের শুক্রবার স্নান সেরে পরিষ্কার পোশাক পরে কালী মন্দিরে যান। ধূপ দেখান, গোলাপ ফুল দিন, ও মূর্তির সামনে বসে প্রার্থনা করুন। টানা ২১ শুক্রবার এই উপায় করলে মা কালী মনস্কামনা পূরণ করেন। এই সময় মাকে ওড়না, চুড়ি ও পাঁচ ধরণের মিষ্টি নিবেদন করা শুভ।
আইনি ঝঞ্ঝাট থেকে মুক্তি:
যাঁরা কোনও মামলায় বা আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন, তাঁরা কালীপুজোর দিন থেকে টানা ৯ দিন মা কালীর সামনে সুগন্ধি ধূপ জ্বালান। বিশ্বাস করা হয়, এতে মামলা-মোকদ্দমা থেকে মুক্তি মেলে।
মানসিক ও পারিবারিক শান্তির উপায়:
মানসিক অবসাদ বা পারিবারিক অশান্তি কাটাতে কালীপুজোর দিন এবং পরবর্তী শুক্রবার কালী মন্দিরে গিয়ে নিজের সমস্ত অজান্তে করা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। প্রতিজ্ঞা করুন, ভবিষ্যতে কোনও খারাপ কাজ করবেন না। টানা ৫ শুক্রবার এই উপায় করলে জীবনের সংকট দূর হয়। তবে প্রতিজ্ঞা ভঙ্গ করলে বিপদ বাড়তে পারে।
অর্থ ও লক্ষ্মীপ্রাপ্তির উপায়:
যাঁদের জীবনে অর্থাভাব চলছে বা মনে হয় কারও নজরে তাঁদের উন্নতি আটকে আছে, তাঁরা প্রতিদিন ধূপকাঠি জ্বেলে মা কালীর ধ্যান করুন। প্রতি শুক্রবার কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করুন ধনলাভ ও উন্নতির জন্য। বিশ্বাস করা হয়, এতে মা কালী নিজেই লক্ষ্মীর পথ খুলে দেন।
এই সহজ উপায়গুলি মেনে নিয়মিত ভক্তিভরে উপাসনা করলে মা কালীর কৃপায় জীবনের অন্ধকার কেটে যায়, আসে আলো, শান্তি ও সমৃদ্ধি।