Advertisement

Happy Eid-al-Adha 2024: বকরি ইদে প্রিয়জনকে পাঠান এই মেসেজ, জানান ইদ-অল-আদাহর শুভেচ্ছা

Bakrid 2024 Wishes in Bengali: আরবিক শব্দ 'আদাহ'-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। এই বিশেষ দিন আল্লাহর নামে ত্যাগ করার রীতি রয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা ইদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যে ছাগল,গরু, উট কিংবা কোনও পশু কোরবানি দেন।

ইদ-অল-আদাহ ২০২৪
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jun 2024,
  • अपडेटेड 6:04 PM IST

ইসলাম ধর্মাবলম্বীদের বছরব্যাপী নানা উৎসবের মধ্যে,একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ইদ-অল-আদাহ (Eid al Adha)। প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয়  এই ইদ যা, কোরবানির ইদ বা বকরি ইদ নামেও পরিচিত। এবছর ভারতে ইদ-অল-আদাহ পালিত হবে ১৭ জুন, সোমবার। এই উৎসব মূলত ত্যাগের প্রতীক। আরবিক শব্দ 'আদাহ'-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। এই বিশেষ দিন আল্লাহর নামে ত্যাগ করার রীতি রয়েছে। 

ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যে ছাগল,গরু, উট কিংবা কোনও পশু কোরবানি দেন। আর এরপর সেই মাংস রান্না করে বেশ কয়েকদিন ধরে খাওয়া -দাওয়ার রীতি প্রচলিত। কোরবানি দেওয়া ছাড়াও এদিন সকাল থেকেই মসজিদ কিংবা বাড়িতে নামাজ পড়ে দোয়া করেন বেশিরভাগ মানুষ। অন্যান্য ইদের মতো ইদ-অল-আদাহ-তেও সিমুই, পরোটা, লাচ্ছা, মাংস ইত্যাদি রকমারি খাবার একে অপরের বাড়িতে পাঠানোর রীতি রয়েছে। আবার বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানান বহু মানুষ।    

 

জানুন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক,ইন্সটাগ্রাম, ট্যুইটার  কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে, আত্মীয়- পরিজনদের বকরি ইদে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।  

ইদ-অল-আদাহ ২০২৪ -র মেসেজ (Eid al Adha 2024 Messages) 

* আল্লাহর আশীর্বাদে আপনার জীবন সুখ-স্বাছন্দে ভরে উঠুক। ইদ মোবারক!

* আশা করি আপনি এবং আপনার পরিবার আল্লাহর ভালোবাসা এবং যত্নে থাকবেন। সকলকে ইদ-অল আদাহ-র শুভেচ্ছা জানাই!

 

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। বকরি ইদ মোবারক!

Advertisement

* সকাল -সন্ধ্যে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। নীচের অন্তরে গভীর নম্রতা এবং ভীতি সহকারে এবং নিম্ন কণ্ঠে; যারা অসতর্ক তাঁদের অন্তর্ভুক্ত হবেন না। - পবিত্র কোরান 

* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। ইদ-অল আদাহ-র শুভেচ্ছা সকলকে!

 

* আগামী দিনগুলি আপনার ও আপনার পরিবারের জন্য শুভ হোক। ইদ মোবারক!

* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। 

* এই ঈদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। কোরবানি ইদের শুভেচ্ছা সকলকে!

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement