Advertisement

Durga Puja 2025: বাড়িতে দুর্গাপুজো করার ইচ্ছে? কী কী জিনিস মাস্ট, সর্বোচ্চ খরচ কেমন? সব রইল

আপনি কি বাড়িতে দুর্গাপুজো চালু করার কথা ভাবছেন? তাহলে হাতে কিন্তু একেবারেই সময় নেই বেশি। মা দুর্গার আরাধনার ব্যবস্থা বাড়িতে করতে গেলে কী কী লাগবে? জেনে নেওয়া যাক। পুরোহিতের সঙ্গে কথা বলে এই তালিকাটি তৈরি করা হয়েছে। যেগুলি ছাড়া বাড়িতে দুর্গাপুজো অসম্ভব।

কলকাতার দত্তবাড়ির পুজো -- ছবি সৌজন্য ফেসবুককলকাতার দত্তবাড়ির পুজো -- ছবি সৌজন্য ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2025,
  • अपडेटेड 1:56 PM IST
  • অনেকেরই ইচ্ছে হয়, বাড়িতে দুর্গাপুজো করার
  • মা দুর্গার আরাধনার ব্যবস্থা বাড়িতে করতে গেলে কী কী লাগবে?
  • খরচ কেমন হয় বাড়ির দুর্গাপুজোয়?

দুর্গাপুজোর মাস পড়ে গিয়েছে। বর্ষা, নিম্নচাপ, বন্যা পরিস্থিতির আবহেও পুজোর আমেজ শুরু হচ্ছে। চলতি মাস অর্থাত্‍ সেপ্টেম্বরেই ২৮ তারিখে ষষ্ঠী। দেবীর বোধন। বাঙালির প্রাণের উত্‍সব যদিও শুরু হয়ে যায় মহালয়া থেকেই। দেবী দুর্গা মানেই, অশুভ শক্তির বিনাশ। শুভ শক্তির সঞ্চার হয়।  জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, বাড়িতেও দুর্গাপুজো করলে ভীষণ ভাল ফল হয়। কখনও অশুভ বা নেতিবাচক এনার্জি থাকে না বাড়িতে। শুভ কাজে বাধা আসে না।

অনেকেরই ইচ্ছে হয়, বাড়িতে দুর্গাপুজো করার

এখন বিষয় হল, ইচ্ছে থাকলেই তো উপায় হয় না। অনেকেরই ইচ্ছে হয়, বাড়িতে দুর্গাপুজো করার। কিন্তু ৫ দিনের এই পুজোর আয়োজন যেমন বিরাট, রীতি ও আচারও অনেক। তাছাড়া খরচটাও ফ্যাক্টর। দুর্গাপুজোয় অনেক টাকা খরচ হয়। বস্তুত, কলকাতা সহ বাংলায় এক সময় বাড়িতে দুর্গাপুজোরই রেওয়াজ ছিল। বারোয়ারি বা সর্বজনীন পুজোর ইতিহাস বেশি পুরনো নয়। বারোয়ারি পুজো শুরুই হয়েছিল দুর্গাপুজোয় যাতে গরিব, মধ্যবিত্তরা সকলে অংশ নিতে পারেন।

বাড়িতে দুর্গাপুজোর রীতি

 

মা দুর্গার আরাধনার ব্যবস্থা বাড়িতে করতে গেলে কী কী লাগবে?

আপনি কি বাড়িতে দুর্গাপুজো চালু করার কথা ভাবছেন? তাহলে হাতে কিন্তু একেবারেই সময় নেই বেশি। মা দুর্গার আরাধনার ব্যবস্থা বাড়িতে করতে গেলে কী কী লাগবে? জেনে নেওয়া যাক। পুরোহিতের সঙ্গে কথা বলে এই তালিকাটি তৈরি করা হয়েছে। যেগুলি ছাড়া বাড়িতে দুর্গাপুজো অসম্ভব।

বাড়ির দুর্গাপুজোর রীতি

১. শিব বা মহাদেবের একটি ছবি লাগবেই।

২.  প্রচুর ফুল, পান পাতা, সুপারি, কাঁচা হলুদ, শীষ ডাব বা কচি ডাব, ঘট, আম পল্লব, বেলপাতা।

৩. রসালো ফল লাগবে পাঁচ রকমের, যেগুলি গোটা দিতে হবে।

৪. মিষ্টি, মুড়কি, নারকেল এবং তিলের নাড়ু, মোয়া ইত্যাদি প্রয়োজন।

৫. নৈবেদ্য দিতে হয় নবগ্রহকে। দুর্গাপুজোতে নৈবেদ্য লাগেই। ফলে সেটিরও জোগাড় রাখতে হবে। নৈবেদ্য দিতে মূল আতপ চাল লাগবেই।

Advertisement

৬. এছাড়া প্রয়োজন পৈতে, নতুন বস্ত্র, চাঁদমালা।

৭.  রাখবেন ধূপদানি, পঞ্চ প্রদীপ, প্রদীপ, কর্পূর, ধূপকাঠি, ধুনুচি, বেল পাতা, দূর্বা।

৮. দেবী দুর্গাকে দেওয়ার জন্য রাখবেন আলতা, সিঁদুর, শাঁখা, পলা, টিপ, নতুন শাড়ি, নতুন ওড়না, কান এবং হাতের গয়না। সঙ্গে গলার গয়নাও অবশ্যই রাখবেন। 

বাকি প্রতিমা কেনা, মায়ের অস্ত্র, কলাগাছ, এই সব লাগবেই। সপ্তমীতে কলাবউ স্নানের জন্য। 

খরচ কেমন হয় বাড়ির দুর্গাপুজোয়?

দেখুন, এটা নির্ভর করে কতটা বড় আকারে আপনি পুজো করতে চান, তার উপর। মোটামুটি ভাবে দুর্গাপুজোর খরচ নির্ভর করে কত মন্ত্র জপ করা হবে, তার উপর। পুজোর খরচ ১২ হাজার টাকা থেকে ৩৫হাজার মতো হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement