Advertisement

Kali Puja 2025 Date Time: অক্টোবরে কালী পুজো, কবে পড়েছে? শুভ তিথি, পুজোর মন্ত্র জেনে নিন

Kali Puja 2025: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো। কালী মায়ের আরাধনায় যাতে কোনও ত্রুটি না থাকে, তাই তার চেষ্টা চলে জোরকদমে।

কালী পুজো ২০২৫ কালী পুজো ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 11:08 AM IST

দুর্গাপুজো এসে গেছে। দুর্গাপুজোর পরে লক্ষ্মীপুজো, এবং এর পরই সকলে অপেক্ষায় থাকে কালীপুজোর। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে  মা কালীর (Goddess Kali) বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় দীপাবলির (Deepaboli) প্রস্তুতি। 

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো (Kali Puja) বা শ্যামা পুজো (Shyama Puja)। কালী মায়ের আরাধনায় যাতে কোনও ত্রুটি না থাকে, তাই তার চেষ্টা চলে জোরকদমে। মন্দিরে ছাড়াও যাদের বাড়িতে কালীপুজো হয়, তারাও বেশ কিছুদিন আগে থেকেই লেগে পড়েন কালীপুজোর কাজে। 

বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো (Lakshmi- Ganesh Puja) করেন। জানুন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় ও অমাবস্যা তিথি (Amavasya Tithi)। 

কালীপুজো ২০২৫ -এর নির্ঘণ্ট (Kali Puja 2024 Date- Time)

* কালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার। 

* অমাবস্যা তিথি - ২০ অক্টোবর, দুপুর ২/৫৫ থেকে ৩  অক্টোবর বিকেল সন্ধ্যা ৪/২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। 

দেবী কালীর পুজোর প্রার্থনা মন্ত্র (Goddess Kali Puja Mantra) 

'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ' 

প্রণাম মন্ত্র (Goddess Kali Pronaam Mantra) 

'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং  হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।' 

১০৮ বার জপ মন্ত্র (Chant Devi Kali Mantra 108 Times)

'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ ' 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement