Advertisement

Kalipuja 2025: হারিয়ে যাওয়া জিনিসে সাজছে মণ্ডপ, শিলিগুড়ি কালচারালের কালীপুজোয় ফিরবে স্মৃতি

শিলিগুড়ি কালচারাল অর্গানাইজেশনের সভাপতি আরও জানান, "আমাদের লক্ষ্য শুধু কালীপুজো উদযাপন নয়, বরং তরুণদের মধ্যে ঐতিহ্যবোধ সৃষ্টি করা। পুরনো দিনের জিনিসপত্রের মধ্যে লুকানো গল্প ও ব্যবহারিক জ্ঞান তাদের কাছে তুলে ধরাই এই বছরের মূল উদ্দেশ্য।"

 শিলিগুড়ি কালচারালে অর্গানাইজেশনের কালীপুজো শিলিগুড়ি কালচারালে অর্গানাইজেশনের কালীপুজো
Aajtak Bangla
  • 19 Oct 2025,
  • अपडेटेड 5:34 PM IST

 

শিলিগুড়ি : শিলিগুড়ি কালচারাল অর্গানাইজেশন এবার ৫২তম বর্ষে কালীপূজা উদযাপন করতে যাচ্ছে। এ বছর তাদের পুজোর মূল আকর্ষণ হলো পুরনো দিনের জিনিসপত্র ও স্মৃতিচারণ, যার মাধ্যমে নতুন প্রজন্মকে অতীতের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব বোঝানো হবে।

সংগঠনের সভাপতি নান্টু পাল শনিবার অর্থাৎ আজ এক সাংবাদিক বৈঠকে জানান, ইতিমধ্যেই পুজো মন্ডপের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, "আমরা চাই এই পুজো মন্ডপের মাধ্যমে মানুষ যেন পুরনো দিনের সাধারণ জীবন, ব্যবহার্য জিনিসপত্র এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। এটি শুধু পুজো নয়, বরং এক শিক্ষণীয় অভিজ্ঞতাও হবে নতুন প্রজন্মের জন্য।"

আরও পড়ুন

প্রতিবছরের মতো এবারও শিলিগুড়ির বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে এই পুজো উদযাপন করবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ডপের ভেতর ও বাইরের সাজসজ্জায় বিশেষভাবে পুরনো দিনের গৃহস্থালির জিনিস, খেলনা, এবং স্থানীয় শিল্পকর্ম প্রদর্শন করা হবে।

শিলিগুড়ি কালচারাল অর্গানাইজেশনের সভাপতি আরও জানান, "আমাদের লক্ষ্য শুধু কালীপুজো উদযাপন নয়, বরং তরুণদের মধ্যে ঐতিহ্যবোধ সৃষ্টি করা। পুরনো দিনের জিনিসপত্রের মধ্যে লুকানো গল্প ও ব্যবহারিক জ্ঞান তাদের কাছে তুলে ধরাই এই বছরের মূল উদ্দেশ্য।"

সংগঠন সূত্রে জানা গেছে, কালীপুজোয় মন্ডপে দর্শনার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রমও থাকবে, যা স্থানীয় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য এক আকর্ষণীয় অভিজ্ঞতা হবে।

Read more!
Advertisement
Advertisement