Kartik Purnima 2023: Kartik Puja 2023:জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দুধর্মে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে সূর্য দেবতাকে স্নান থেকে দান ও অর্ঘ্য নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে, হিন্দুরা সকলেই এই সময়টির বিশেষ গুরুত্ব দেন। প্রতি বছর কার্তিক পূর্ণিমা শুক্লপক্ষে পালিত হয়। এদিন ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন, তাই এই দিনটি ত্রিপুরা পূর্ণিমা নামেও পরিচিত,তাছাড়া দেব দীপাবলি নামেও পরিচিত এই দিন।
শুভ সময়
কার্তিক পূর্ণিমা চলতি বছর ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে, যার শুভ সময় থাকবে ২৭ নভেম্বর পর্যন্ত। ২৬ নভেম্বর বিকেল ৩টে ৫৩ মিনিট থেকে শুরু হচ্ছে, শুভ সময় যা চলবে ২৭ নভেম্বর দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত। ২৭ নভেম্বর সারা দেশ জুড়ে কার্তিক পূর্ণিমা পালন করবেন সকলে। এই সময় গঙ্গাস্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। জানুন এই দিন কী করবেন, আর কী করবেন না।
কী কী করবেন?
১. কার্তিক পূর্ণিমার দিন আপনি পুরো বাড়ি পরিস্কার করবেন
২. স্নান করে ঠাকুর ঘর সাজাবেন। এতে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে।
৩. বাড়ির মূল প্রবেশদ্বারে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। কার্তিক পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং দেবতাদের চাল, চিনি, দুধ নিবেদন করবেন।
৪. এদিন চাঁদ দেখা অত্যন্ত শুভ, চাঁদের উদ্দেশ্য করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে আপনার জীবনে যদি কখনোও সমস্যা থাকে তাহলে সে সমস্যা থেকে বেরোতে পারবেন। আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন।
কোন জিনিস খাবেন না
১. কার্তিক পূর্ণিমার দিন দেরি করে কখনওই ঘুম থেকে উঠবে না।
২. এই দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। তাহলে আপনার জীবনে যে অশান্তি ছিল সেটি থেকে বেরোতে পারবেন।
৩. এমনকী এই দিন সবুজ শাকসবজি খাওয়া উচিত নয়। এদিন আমিষ খাওয়া এড়িয়ে চলুন।
৪. এদিন ঘর পরিষ্কার রাখবেন। বাড়ি ঘর নোংরা রাখবেন না।
৫. কারোর প্রতি হিংসার মনোভাব রাখবেন না, তবেই কিন্তু দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন।