Advertisement

Kojagori Lakshmi Puja 2025 Date Time: এবছর কবে পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো? জেনে নিন দিনক্ষণ, শুভ মুহূর্ত

Lakshmi Puja 2025: ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর পুজো করা হয়।

কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 6:58 PM IST

শুরু হয়েছে উৎসবের মরসুম। দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। দেবী দুর্গার পুজো শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। মা লক্ষ্মী হলেন ধন- সম্পদের দেবী।

ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর পুজো করা হয়। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। 

বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। খারিফ শস্য ও রবি শস্য যেই সময় হয়, ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে।

আরও পড়ুন

কোজাগরী লক্ষ্মীপুজো  

'কোজাগরী' কথাটির অর্থ 'কে জেগে আছো?' হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী। জানুন এবছরের কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট।

কোজাগরী লক্ষ্মী ২০২৫

আগামী ৬ অক্টোবর, সোমবার পড়েছে  এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো। 

কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি 

৬ অক্টোবর, বেলা ১১/২২/৪২ থেকে ৭ অক্টোবর সকাল ৯/৩১/২৭ অবধি থাকবে পূর্ণিমা তিথি।    

লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপরিয়ে। 

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।। 

লক্ষ্মী পুজো প্রণাম মন্ত্র 
 
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। 

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী... 

লক্ষ্মী পুজো স্তব

ওঁ ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া। পদ্মা -পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীঃ পদ্মাধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ। স্থিরা লক্ষ্মীভবেস্তস্য পুত্রদারদিভিঃ সহ।।   

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement