Durga Puja 2023 Ashtami Vastu Tips: হিন্দুদের সবথেকে বড় উৎসব হল দুর্গাপুজো। আর এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলেই। ২০ অক্টোর পড়েছে মহাষষ্ঠী। যতই মহালয়া কিংবা অন্যদিন থেকে মানুষ প্যান্ডেল হপিং করতে শুরু করুন না কেন, দেবীর বোধন ষষ্ঠীতেই হয়। তাই এদিন থেকেই শুরু হয় দুর্গাপুজো।
এবার ২২ অক্টোবর পড়েছে মহাঅষ্টমী। এটি অষ্টমী, মহা অষ্টমী বা দুর্গা অষ্টমী নামেও পরিচিত। এই দুর্গা অষ্টমীর দিন দেবী দুর্গার বিশেষ পুজার আয়োজন করেন তার ভক্তরা। সকলে অঞ্জলি দিয়ে থাকেন। মহা অষ্টমীর দিন আপনি যদি একটি দারুণ প্রতিকার টোটকা করতে পারেন তাহলে সারা বছর আর্থিক দিকে আপনার খুব উন্নতি হবে। জীবনে লেগে থাকবে সফলতাও, জানুন কোন প্রতিকার করবেন।
কর্পূর ও লবঙ্গের প্রতিকার
মহাঅষ্টমীর দিন লবঙ্গ ও কর্পূর দিয়ে এই প্রতিকার করুন, এই দুটি জিনিস বাড়িতে রাখলে আপনার আর্থিক সমস্যা কাটবে। জীবনে লেগে থাকবে সফলতাও, সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন।
লবঙ্গের মালা ও লাল গোলাপ
অষ্টমীর দিন মা দুর্গার উদ্দেশ্যে লবঙ্গের মালা ও লাল গোলাপের মালা নিবেদন করুন। এতে মা খুব খুশি হন। আপনার জীবনে থাকা আর্থিক কষ্ট বা শারীরিক কষ্ট দূর করবেন। আপনার মনে যদি কোনও গুপ্ত ইচ্ছা থাকে সেটিও পূরণ হবে। আপনি খুব খুশিতে থাকতে পারবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে এমন অনেক সময় হয়, যে আপনি কোনও কাজ করতে গেছেন কিন্তু সেই হওয়া কাজ আটকে গেল বা সেই হওয়া কাজ হচ্ছে না, তাহলে আপনি কর্পূর, লবঙ্গ পুড়িয়ে সারা ঘরে ঘুরিয়ে দিন। তাহলে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে ,এই প্রতিকার করলে সব বাধা কাটাতে পারবেন, জীবনে আসবে সফলতাও।
কর্পূর ও লবঙ্গের আরতি
দেবী দুর্গার সামনে এদিন কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে আরতী করুন, এতে খুশি হবেন, আপনার বাড়িতে নেতিবাচক ঘর থেকে বিদায় নেবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। আর্থিক লাভ হবে।
গোলাপজলে ও কর্পূর
যদি আপনি কারোর কাছে ঋণ দিয়ে থাকেন বা আপনার টাকা অন্য কারও কাছে টাকা আটকে থাকে বা শোধ করতে পারছেন না, তাহলে গোলাপজলে একটি কর্পূর জ্বালিয়ে দিয়ে মহাঅষ্টমীর মাকে নিবেদন করুন। এতে আপনার অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল তা কেটে দেবে। আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন।