Advertisement

Malda Highest Durga Idol: এত বড় দুর্গা ঠাকুর! শিলিগুড়ি VS মালদা, প্রতিমার উচ্চতায় জোর টক্কর

Malda Highest Durga Idol: বাংলায় এর আগে উচ্চতায় নজর কেড়েছিল বেশ কয়েকটি প্রতিমা। ২০১৭ সালে কৃষ্ণনগরে ৬১ ফুট দুর্গা প্রতিমা গড়ে চমকে দিয়েছিল একটি পুজো কমিটি। ২০১৮ সালে কলকাতার নিউ আলিপুরে তৈরি হয়েছিল ৫০ ফুটের দুর্গা, যা ঘিরে তুমুল চর্চা হয়েছিল সেই বছর। এমনকি ২০১৯ সালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরেও হয়েছিল ৫৫ ফুটের প্রতিমা।

উঁচু প্রতিমায় শিলিগুড়িতে কড়া টক্কর মালদার পুরাটুলির মহিলাদের, কত ফিট উঁচু?উঁচু প্রতিমায় শিলিগুড়িতে কড়া টক্কর মালদার পুরাটুলির মহিলাদের, কত ফিট উঁচু?
Aajtak Bangla
  • মালদা,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 5:36 PM IST

Malda Highest Durga Idol: পুজোর মুখে চমকে দিতে চলেছে ইংরেজবাজারের এক মহিলা পরিচালিত পুজো কমিটি। জেলার ইতিহাসে প্রথমবার, তৈরি হচ্ছে ৫১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। মাটি নয়, থার্মোকল আর প্লাস্টার অফ প্যারিস দিয়েই গড়া হচ্ছে এই বিশালাকৃতি দেবী। মালদার পুরাটুলি যেন প্রস্তুত এক অনন্য নজির গড়তে।

২০১৬ সালে শুরু হয়েছিল পুরাটুলির মহিলা দুর্গোৎসব কমিটির পথচলা। এ বছর দশম বর্ষে পা রাখল তাদের পুজো। আর সেই বর্ষপূর্তিতেই নজর কাড়তে চলেছেন উদ্যোক্তারা, জেলার সবচেয়ে উঁচু দুর্গা এনে। শিল্পী পাপাই দাসের হাত ধরে গড়ে উঠছে এই মহাকায় প্রতিমা।

কমিটির সেক্রেটারি দেবশ্রী রায় জানিয়েছেন, তাঁদের পুজোর বাজেট খুব একটা বড় নয়, প্রায় পাঁচ লক্ষ টাকা। কিন্তু তার মধ্যেও তাঁরা এমন কিছু করতে চেয়েছি, যা মানুষের চোখ টানে। প্রধান উদ্যোক্তা প্রসেনজিৎ দাস এবং পুরসভার চেয়ারপার্সন ছবি দাস এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। শুধু মহিলা পরিচালিত কমিটি বলেই নয়, এমন উচ্চতার প্রতিমা তৈরির উদ্যোগেও জেলার বুকে নতুন ইতিহাস গড়ছে এই পুজো।

এর আগে কোথায় ছিল এমন উঁচু প্রতিমা?
বাংলায় এর আগে উচ্চতায় নজর কেড়েছিল বেশ কয়েকটি প্রতিমা। ২০১৭ সালে কৃষ্ণনগরে ৬১ ফুট দুর্গা প্রতিমা গড়ে চমকে দিয়েছিল একটি পুজো কমিটি। ২০১৮ সালে কলকাতার নিউ আলিপুরে তৈরি হয়েছিল ৫০ ফুটের দুর্গা, যা ঘিরে তুমুল চর্চা হয়েছিল সেই বছর। এমনকি ২০১৯ সালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরেও হয়েছিল ৫৫ ফুটের প্রতিমা।

তবে মালদায় এই প্রথম, এমন উঁচু দুর্গার দেখা মিলবে। পুজোর দিনগুলোয় এলাকার মানুষ তো বটেই, জেলার নানা প্রান্ত থেকেও ভিড় জমাবে দর্শনার্থীরা, এমনটাই আশা পুজো কমিটির।

এক দশক আগে একঝাঁক মহিলা শুরু করেছিলেন ছোট করে। আজ তাঁদের উদ্যোগেই গড়ে উঠছে জেলার সবচেয়ে বড় দুর্গা। পুজোর আনন্দের আবহে তাই শুধু প্রতিমার উচ্চতাই নয়, উঠে আসছে এক জেদ, এক স্বপ্ন আর এক দল মানুষের অক্লান্ত পরিশ্রমের গল্পও। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement