Advertisement

Nil Shasthi 2025 Puja Timing- Mantra: কখন শিবের মাথায় জল ঢাললে সন্তানের মঙ্গল হবে? জানুন নীলষষ্ঠীর পুজোর মন্ত্র

Nil Shasthi 2025 Exact Puja Timing: প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। বিশেষত মায়েরা সন্তানের কল্যাণ কিংবা সন্তান লাভের বাধা থেকে মুক্তি পেতে এই ব্রত পালন করেন।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Apr 2025,
  • अपडेटेड 8:02 AM IST

গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পুজো-পার্বণ। যার মধ্যে অন্যতম নীলষষ্ঠী (Nil Sasthi) বা নীলপুজো। নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয়, এদিন নিষ্ঠা করে পুজো করলে। প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। বিশেষত মায়েরা সন্তানের কল্যাণ কিংবা সন্তান লাভের বাধা থেকে মুক্তি পেতে এই ব্রত পালন করেন। শিব (Lora Shiva) মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তারা বাড়িতেই আয়োজন করেন পুজোর। 
    
নীলষষ্ঠী ২০২৫-র দিনক্ষণ (Nil Sasthi Date)

সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়। এই বছর ১৩ এপ্রিল অর্থাৎ ৩০ চৈত্র পড়েছে নীলপুজোর তারিখ। 

নীলষষ্ঠীর ব্রত পালনের শুভ সময় (Nil Sasthi Puja Timing) 

আরও পড়ুন

এই পুজোর কোন বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না। তবে নীলপুজোর দিন সন্ধ্যেবেলা শিবলিঙ্গে জল ঢেলে, সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানো সবচেয়ে শুভ।   

নীলপুজোর ব্রত পালনের উপকরণ (Nil Pujo Samagri) 

গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেল পাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনও ফুল। 

ব্রতের নিয়ম (Nil Sasthi Puja Rules) 

নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর  বা অপরাজিতার মালা পড়িয়ে, সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। উপোস ভাঙার পরও এদিন ফল,সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। এমনকী সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।  

কোনও শিব বিগ্রহের সামনে প্রার্থনা করুন এই মন্ত্র পাঠ করে (Shiva Mantra) 

ওঁ নমো নমঃ তৎসদস্য চৈত্র মাসে শুক্ল পক্ষে প্রতীপদ্যান্তিথৌ (নিজের গোত্র বলুন) গোত্রঃ শ্রী/ শ্রীমতী (নিজের নাম বলুন) শিব শক্তি ষষ্ঠী প্রীতিকামঃ দেবরস্যোক্ত নীলষষ্ঠী ব্রতমহং করিশ্যে।। 

Advertisement

ওঁ য়া গুঙ্গূরশয্যা সিনীবালী যা রাকা যা সরস্বতী। 
ইন্দ্রাণীমহ্ব উতয়ে বরুণানীং স্বস্তয়ে।। 

নীলষষ্ঠীব্রতং হ্যেতৎ কৃরিশ্যেইহং মহাফলম। 

নির্বিঘ্ন মে চাত্র ত্বৎ প্রসাদাজগৎপতে।। 

প্রতিপদ্যাং নিরাহারো ভূত্বা চৈবাপরেইহনি। 

ভোক্ষ্যেইহং ভুক্তিমুক্ত্যর্থং শরণং মে ভবেশ্বর।। 

পুষ্পাঞ্জলি মন্ত্র (Shiv Puja Pushpanjali Mantra) 

* প্রথমবার - 'ওঁ নমো শিবায় 

এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো নীলকণ্ঠায় নমঃ'

* দ্বিতীয়বার - 'ওঁ এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো নীলচণ্ডীকায় নমঃ' 

* তৃতীয়বার - 'ওঁ এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো ষষ্ঠীদেবীয় নমঃ' 

প্রণাম মন্ত্র ( Nil Shasthi Puja Pranam Mantra)

ওঁ নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠায় শূলিনে। 

নন্দি ভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় শম্ভবে।। ১ 

শিবায়ৈ হরকান্তায়ৈ প্রকৃত্যৈ সৃষ্টিহেতবে। 

নমস্তে ব্রহ্মচারিণ্যৈ নীলচণ্ডিত্র্যৈ নমো নমঃ ।। ২ 

সংসারভয় সন্তাপাৎ পাহি মাং সিংহবাহিনি। 

রাজ্য সৌভাগ্য সম্পত্তিং দেহি মাম।। ৩ 

জয় দেবী জগন্মাত জগতানন্দকারী। 

প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে।। ৪ 
 

Read more!
Advertisement
Advertisement