Advertisement

November 2023 Holidays: নভেম্বরে কবে কোন পুজো? এক নজরে দেখে নিন পুরো তালিকা

November 2023 Holidays List: অক্টোবর শেষ। শীঘ্রই নভেম্বর মাস শুরু। ২০২৩-এর নভেম্বরে পর পর বেশ কিছু বড় উৎসব-অনুষ্ঠান রয়েছে। শুধু দীপাবলিই নয়। দেশজুড়েই নানা ব্রত, পুজো, উৎসব রয়েছে নভেম্বর ২০২৩-এ। করওয়া চৌথ, ধনতেরাস, দীপাবলি, ছট পুজো এবং দেথানী একাদশীর মতো বিভিন্ন উত্সব, অনুষ্ঠান রয়েছে। এছাড়া এই মাসে কিছু গ্রহের ট্রানজিটও হতে চলেছে। তাই যাঁরা জ্যোতিষ বিশ্বাস মেনে চলেন, তাঁদের জন্যও এই মাসটি গুরুত্বপূর্ণ।

নভেম্বর ২০২৩-এ ছুটির তালিকানভেম্বর ২০২৩-এ ছুটির তালিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2023,
  • अपडेटेड 2:53 PM IST
  • অক্টোবর শেষ। শীঘ্রই নভেম্বর মাস শুরু। ২০২৩-এর নভেম্বরে পর পর বেশ কিছু বড় উৎসব-অনুষ্ঠান রয়েছে।
  • শুধু দীপাবলিই নয়। দেশজুড়েই নানা ব্রত, পুজো, উৎসব রয়েছে নভেম্বর ২০২৩-এ।
  • করওয়া চৌথ, ধনতেরাস, দীপাবলি, ছট পুজো এবং দেথানী একাদশীর মতো বিভিন্ন উত্সব, অনুষ্ঠান রয়েছে। এছাড়া এই মাসে কিছু গ্রহের ট্রানজিটও হতে চলেছে।

November 2023 Holidays List: অক্টোবর শেষ। শীঘ্রই নভেম্বর মাস শুরু। ২০২৩-এর নভেম্বরে পর পর বেশ কিছু বড় উৎসব-অনুষ্ঠান রয়েছে।

শুধু দীপাবলিই নয়। দেশজুড়েই নানা ব্রত, পুজো, উৎসব রয়েছে নভেম্বর ২০২৩-এ। করওয়া চৌথ, ধনতেরাস, দীপাবলি, ছট পুজো এবং দেথানী একাদশীর মতো বিভিন্ন উত্সব, অনুষ্ঠান রয়েছে। এছাড়া এই মাসে কিছু গ্রহের ট্রানজিটও হতে চলেছে। তাই যাঁরা জ্যোতিষ বিশ্বাস মেনে চলেন, তাঁদের জন্যও এই মাসটি গুরুত্বপূর্ণ।

তাই আসুন, এক নজরে নভেম্বর ২০২৩-এর বিভিন্ন ব্রত ও উৎসবের তালিকা দেখে নেওয়া যাক। 

নভেম্বর মাসে ব্রত এবং উত্সব
১ নভেম্বর, বুধবার - করওয়া চৌথ, বক্রতুন্ডা সংকষ্টী চতুর্থী
৫ নভেম্বর, রবিবার - অহোই অষ্টমী, কালাষ্টমী, মাসিক কৃষ্ণ জন্মাষ্টমী
৯ নভেম্বর, বৃহস্পতিবার - রমা একাদশী 
১০ নভেম্বর, শুক্রবার - ধনতেরাস, যম দীপম, প্রদোষ ব্ৰত
১১ নভেম্বর, শনিবার - কালী চৌদস, হনুমান পুজো, মাসিক শিবরাত্রি  
১২ নভেম্বর, রবিবার - দীপাবলি, লক্ষ্মী পুজো, কালী পুজো
১৩ নভেম্বর, সোমবার - কার্তিক অমাবস্যা
১৪ নভেম্বর, মঙ্গলবার - গোবর্ধন পুজো বা অন্নকূট, ভাইফোঁটা
১৬ নভেম্বর, বৃহস্পতিবার - বিনায়ক চতুর্থী
১৭ নভেম্বর, শুক্রবার - বৃশ্চিক সংক্রান্তি
১৯ নভেম্বর, রবিবার - ছট পুজো
২১ নভেম্বর, মঙ্গলবার - অক্ষয় নবমী
২৩ নভেম্বর, বৃহস্পতিবার - দেথানী একাদশী
২৪ নভেম্বর, শুক্রবার - তুলসী বিভা, প্রদোষ ব্রত
২৫ নভেম্বর, শনিবার - বৈকুণ্ঠ চতুর্দশী
২৬ নভেম্বর, রবিবার - দেব দীপাবলি
২৭ নভেম্বর, সোমবার - গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা
২৮ নভেম্বর, মঙ্গলবার - মার্গশীর্ষ মাস শুরু
৩০ নভেম্বর, বৃহস্পতিবার - সংকষ্টী চতুর্থী 

নভেম্বর ২০২৩-এ গ্রহের গোচর(ট্রানজিট)
শুক্র ট্রানজিট - ৩ নভেম্বর
শনি সরাসরি কুম্ভ রাশিতে - ৪ নভেম্বর
বুধ ট্রানজিট - ৬ নভেম্বর
সূর্য ট্রানজিট - ১৭ নভেম্বর
বুধ ট্রানজিট - ২৭ নভেম্বর

Read more!
Advertisement
Advertisement