Advertisement

Rakhi Purnima 2025 Starting Ending Time: কখন শুরু- কখন শেষ পূর্ণিমা? জেনে নিন রাখি বন্ধন উৎসবের নির্ঘণ্ট

Rakhi Purnima 2025 Starting Ending Time: এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই।

রাখি পূর্ণিমা ২০২৫ রাখি পূর্ণিমা ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2025,
  • अपडेटेड 12:03 PM IST

হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। এটি ভারতীয় উপহাদেশের একটি উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। 

 শ্রাবণ পূর্ণিমা

এই উৎসব শ্রাবণ পূর্ণিমা নামেও পরিচিত।  এবার শ্রাবণ মাসের এই পূর্ণিমাকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ এদিনে অনেক শুভ যোগ তৈরি হতে চলেছে। এবার এই তিথিতে সৌভাগ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের সংমিশ্রণ হতে চলেছে, যা অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। 

আরও পড়ুন

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রা

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা। তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে। রাখি পূর্ণিমার দিনে, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস, এদিন তাদের পুজো করলে সেই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। 

কৃষ্ণ ও দ্রৌপদী

মহাভারতে উল্লেখিত আছে, একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হওয়ায়, পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে, পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে গেলে, কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয় বলে অনেকের বিশ্বাস।

Advertisement

রাখি পূর্ণিমা কবে পড়েছে? 

এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৯ অগাস্ট, শনিবার। 

পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে? 

পূর্ণিমা তিথি লাগছে ৮ অগাস্ট, বেলা ১/৫৫/২৫-এ এবং থাকবে ৯ অগাস্ট বেলা ১/৩৯/৪৫ মিনিট পর্যন্ত। 

শুভ যোগ

অমৃত কাল- দিবা ঘ ৯/৩১ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ঘ ৮/১০ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৫৯ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ও ৩/৪৮ মধ্যে। 

শুভ- অশুভ রাখি 

তবে না জেনেই অনেক সময়, ভুল রাখি কিনে ফেলেন অনেকেই। যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবে চিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চিন থেকে যে সমস্ত রাখি আসে, সেগুলি দেখতে খুব সুন্দর হয়। জ্যোতিষাচার্যদের মতে, এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার দাদা- ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন, তবে শাস্ত্রে উল্লেখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন।

 

Read more!
Advertisement
Advertisement