Advertisement

Rakhi Purnima 2024 Date & Time: কবে পড়েছে এবছরের রাখি বন্ধন উৎসব? পূর্ণিমা কখন লাগছে, কখন রাখি পরানো শুভ?

Raksha Bandhan: মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। 

প্রতীকী ছবি (সৌজন্যে: এআই)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2024,
  • अपडेटेड 2:02 PM IST

হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। 

রাখি পূর্ণিমা ২০২৪-র দিনক্ষণ

* এবছর রাখি পূর্ণিমা পড়েছে ১৯ অগাস্ট, সোমবার। 

* পূর্ণিমা তিথি লাগছে ১৮ অগাস্ট, রা ২/৩৫/২৬-এ এবং থাকবে ১৯ অগাস্ট রা ১২/৪২/৪৪ মিনিট পর্যন্ত। 

রাখি বন্ধনে ২০২৪-র শুভ যোগ

* মাহেন্দ্রযোগ - দিবা ঘ ৩/১৪ গতে ৪/৫৩ মধ্যে। 

* অমৃত কাল- দিবা ঘ ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১১/৪৭ মধ্যে এবং রাত্রি ঘ ৬/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ১১/১০ গতে ২/১৭ মধ্যে।

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা। তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে।  

শুভ- অশুভ রাখি 

তবে না জেনেই অনেক সময়, ভুল রাখি কিনে ফেলেন অনেকেই। যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবে চিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চিন থেকে যে সমস্ত রাখি আসে, সেগুলি দেখতে খুব সুন্দর হয়। জ্যোতিষাচার্যদের মতে, এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার দাদা- ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন, তবে শাস্ত্রে উল্লেখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement