প্রতি বছরের মতো এবারও সেই ঐতিহ্যের ধারা বজায় রেখে বড়দিনের প্রাক্কালে বিশেষ প্রার্থনায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে ব্রেবোর্ন রোডের ঐতিহাসিক পর্তুগিজ চার্চ তথা 'ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি'তে যান তিনি। সেখানে প্রভু যিশু ও মাদার মেরির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশেষ প্রার্থনা সভাতেও যোগ দেন মমতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা-সহ লালবাজারের শীর্ষ আধিকারিকরা।