গুয়াহাটির এই পুজো মণ্ডপ পিছিয়ে গেছে কয়েক দশক। ৬৯ বছরে পা দিল ছত্রিবাড়ি পুজো কমিটি। এই পুজোর থিম টেলিভিশন এবং রেট্রো সঙ্গীত। পুজো কমিটির সভাপতি প্রণব মেধী জানান, গ্রামোফোন ও বায়োস্কোপের মতো জিনিস যা আজকের প্রজন্ম হয়তো জানে না, আমরা প্যান্ডেলে তাদের প্রতিনিধিত্ব করেছি। প্যান্ডেলের সাজসজ্জার মধ্যে থাকবে বাদ্যযন্ত্র, পুরনো টেলিভিশন, রেডিও এবং অডিও ক্যাসেট। প্যান্ডেলটিতে কিশোর কুমার, মহম্মদ রফি, ভূপেন হাজারিকা, লতা মঙ্গেশকর, বিষ্ণু প্রসাদ রাভা এবং মান্না দে-এর মতো সঙ্গীত শিল্পীদের মূর্তি থাকবে।