ছোটবেলার দুর্গা পুজোর আনন্দ এখন আর পাওয়া যায় না। পুজোর প্যান্ডেল তৈরির সময় থেকেই শুরু হয়ে যেত উত্তেজনা। প্রতিদিনই কুমোরপাড়ায় গিয়ে ঠাকুর কতখানি তৈরি হল দেখতে যাওয়া। নতুন জামার গন্ধ বারবার শোঁকা। আর প্যান্ডেলের বাঁশে উঠে খেলা। ছেলেবেলার সেই স্মৃতি রোমন্থনে আম বাঙালি।