১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে 'বন্দেমাতরম' কে থিম করছে দমদম দক্ষিণপাড়া যুব পরিষদ। প্রতিবারই এই ক্লাব বড় পুজো উপহার দেয় রাজ্যবাসীকে। এবারও তার ব্যতিক্রম থাকছে না। মণ্ডপের দেওয়ালে থাকবে দেবী চৌধুরানি ও স্বাধীনতা সংগ্রামীদের গল্প, তাঁদের কীর্তিকলাপ।