চিহ্ন শব্দের আলাদা তাৎপর্য রয়েছে মানুষের জীবনে। এক একটা চিহ্ন এক এক রকম ইঙ্গিত বহন করে। মা দুর্গার কপালে এক রকম চিহ্ন থাকে। আবার শিবের কপালে অন্য রকম। সেই চিহ্নকেই এবারের দুর্গাপুজোর থিম করছে সিঁথি অগ্রগামী ক্লাব। সময়ের সঙ্গে সঙ্গে সঙ্কেত বা চিহ্নের ধারণা কীভাবে বদলে যাচ্ছে তাও ফুটিয়ে তোলা হবে থিমে।