প্রতিবারের মতো এবারও বিসর্জনের আগে পাড়ার পুজোয় বাদ্য বাজালেন মহারাজ। বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো তাঁর বাড়ির কাছেই। একাদশীর দিন বাদ্য বাজালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ঢাকের তালে কোমর দুলিয়ে নাচলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সঙ্গে মেয়ে সানাও।