Advertisement

ধর্ম

Astro Tips Cinnamon: ব্যবহার জানলে রান্নাঘরের এই মশলাতেই জলের মতো টাকা আসে

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Oct 2022,
  • Updated 11:48 PM IST
  • 1/8

দারচিনি এমন একটি মশলা যা প্রত্যেকের রান্নাঘরে থাকে। আলাদা করে অনেকে না খেলেও গরম-মশলায় দারচিনি থাকবেই। দারচিনি একটি সুগন্ধি মশলা হিসেবে রান্নায় অনেকে ব্যবহার করে। তবে মাংস জাতীয় প্রাণিজ প্রোটিনের খারাপ গুণ নষ্ট করে দারচিনি।

  • 2/8

পাশাপাশি বিভিন্ন ওষুধে দারচিনি ব্যবহার হয়। এ ছাড়াও এর ঘরোয়া ওষধি গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি। মুখের দুর্গন্ধের মতো সমস্যা দূর করতেও কিন্তু দারচিনি ব্যবহার করা হয়।

  • 3/8

কিন্তু এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে দারচিনির যথেষ্ট গুরুত্ব রয়েছে। দারচিনি ব্যবহার করে বাড়িতে সুখ-সমৃদ্ধি অর্থভাগ্য ফিরিয়ে আনা যায় তা আমরা অনেকেই জানি না।

  • 4/8

আপনি যদি আর্থিক কষ্টের মধ্যে থাকেন, বারবার হওয়া কাজ ফসকে যাচ্ছে, বা চাকরিতে বেতন বৃদ্ধি হচ্ছে না, তাহলে কিন্তু সুফল দিতে পারে কিছুটা দারচিনি।

  • 5/8

হ্যাঁ রান্নাঘরের এই গোবেচারা মশলাতেই রয়েছে আপনার ভাগ্য ফেরানোর চাবিকাঠি। সঠিক পদ্ধতিতে এটি যদি ব্যবহার করা যায়, তাহলে অচিরেই বাড়িতে টাকা ঢুকবে।

  • 6/8

প্রথমে দোকান থেকে দারচিনি কিনে আনুন। দেশের সবথেকে বেশি কারেন্সির যে নোট রয়েছে, সেটির একটি নিন। আমাদের দেশের সর্বোচ্চ কারেন্সি হল ২ হাজার টাকার নোট।

  • 7/8

এই টাকার নোটটি লাল সুতো দিয়ে ভাল করে বাঁধুন। তার সঙ্গে বাঁধতে হবে দারচিনির একটি কাঠিকে। এবার এটিকে নিয়ে রাখতে হবে আলমারির লকারে বা সিন্দুকে। কিছুদিন পর থেকেই দেখতে পাবেন আপনার অর্থভাগ্য ফিরতে শুরু করেছে।

  • 8/8

দারচিনি গুঁড়ো করে কৌটোয় ভরে রাখুন। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বাড়ির বাইরে হাতে করে কিছুটা দারচিনি গুড়ো নিয়ে দাঁড়ান, তারপর হাতের তালুতে কিছুটা দারচিনির গুঁড়ো রেখে সেটাকে বাড়ির দিকে ফুঁ দিতে থাকুন, যাতে গুঁড়োগুলো আপনার বাড়ির ভিতরে ঢোকে এই উপায়টি প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার করবেন। কয়েক মাস করার পর থেকেই দ্রুত আপনার অর্থ বৃদ্ধি ঘটবে, উন্নতি হবে. বাড়িতে সুখ-সমৃদ্ধি ফিরবে।

(এগুলি বিশ্বাস ও জ্যোতিষ অনুসারে লেখা রয়েছে। সবার সমান ফল নাও মিলতে পারে। ব্যক্তিগত ফলের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন)

Advertisement
Advertisement