অনেক সময় কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল মেলে না। সেজন্য নিরাশা চলে আসে জীবনে। মানুষ আশা হারিয়ে ফেলেন। আপনার সঙ্গে এমনটা হলে ফুলের ব্যবহারে ভাগ্য ফেরাতে পারেন।
গোলাপ ফুল
সূর্য ও মঙ্গল দূর্বল হলে গোলাপ ফুল কাজে লাগে। ৭টি গোলাপ ফুল হনুমানজিকে অর্পণ করুন। আপনার মনোকামনা পূরণ হবে।
- ১১টি লাল গোলাপকে ফুলের মা দুর্গার পায়ে অর্পণ করুন। মনোবাঞ্চা পূরণ হবে।
- ৫টি লাল গোলাপের ফুল লক্ষ্মী-নারায়ণকে অর্পণ করলে অর্থ-সমৃদ্ধি আসবে।
- শত্রনাশ করতে হলে ১১টি লাল গোলাপ মা কালিকে অর্পণ করুন।
আকন্দ ফুল
- সোমবার সকাল ১১টায় সাদা আকন্দ ফুল শিবলিঙ্গে অর্পণ করুন।
- ৫টি আকন্দ ফুল গণেশের পায়ে দিন। সেই সঙ্গে মোদক প্রসাদ। এতে বুধ গ্রহের শুভ প্রভাব মেলে।
- ১১টি আকন্দ হনুমানজিকে অর্পণ করুন। মানসিক চাপ দূর হবে। শত্রু ও বিরোধীদের বিরুদ্ধে জয়লাভ করবেন।
জবা ফুল
-২৭টি জবা ফুলের মালা তৈরি করে মা দুর্গাকে অর্পণ করুন। মনোকামনা পূরণ হয়।
- ৭টি জবা ফুল মা কালীকে অর্পণ করলে শত্রু দমন করতে পারেন।
- ১১টি জবা ফুল হনুমানজিকে অর্পণ করলে মাঙ্গলিক দোষ দূর হয়।
কেষ্টকলি ফুল
- শনি, রাহু, কেতুর দোষ কাটাতে কেষ্টকলি ফুল দারুণ কাজে লাগে।
- ঘরের পূর্ব দিকে এই ফুল রাখলে মান-সম্মান বাড়ে।
- ঘরে এই গাছ রাখলে নেতিবাচক শক্তি দূর হয়।
টগর ফুল
- সাদা, হলুদ বা লাল রঙের টগর ফুল ঘরে থাকলে শুক্র ও বুধের দশা ঠিক হয়।
- টগর ফুলে লাল চন্দন লাগিয়ে মাথায় লাগান। এতে আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়।
- ২৭টি টগর ফুলের মালা শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা দুর্গা বা কালীকে অর্পণ করুন। পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন।
- রোজ টগর ফুল নিজের কুল দেবতা বা দেবীকে অর্পণ করুন। সুখসমৃদ্ধি আসবে।