Advertisement

ধর্ম

Vastu Shastra For Plants: পৌরাণিক মতে এই গাছে ব্রহ্মা-বিষ্ণু-শিবের বাস, তবে বাড়িতে লাগানোর আগে সাবধান

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2021,
  • Updated 7:36 PM IST
  • 1/10

বাস্তুশাস্ত্র বলছে , বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি তথা ধনসম্পত্তি বাড়াতে সাহায্য করে। যার ফলে সেই গাছ গুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে, বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য।

  • 2/10

আবার এমন কিছু গাছ বা চারা রয়েছে, যার উপস্থিতি সেই বাড়ির ও পরিবার-পরিজনের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

  • 3/10

হিন্দু ধর্মে বট গাছের বিশেষ তাৎপর্য রয়েছে। এই গাছ দেবতা ও পূর্বপুরুষদের বাসস্থান বলে বিশ্বাস করা হয়।
 

  • 4/10


পৌরাণিক বিশ্বাস অনুসারে বট ব্রহ্মা, বিষ্ণু ও শিবের বাসস্থান হিসাবে বিবেচিত হয়। বট গাছকে স্বয়ং শিবও বলা হয়। বট গাছ দর্শণ করাকে দেবাদিদেব মহাদেব দর্শনের সঙ্গে তুলনা করা হয়।
 

  • 5/10

তবে বাস্তু মতে বট গাছ বাড়িতে লাগানো উচিত নয়। বাড়িতে এই গাছ লাগানোর পর তার সঠিক নিয়ন না মানার কারণে দুর্ভাগ্য দেখা দেয়। 

  • 6/10

এই গাছে জল দিয়ে  এবং প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের আত্মারা শান্তি কামনা করা হয়। এর বাইরে এর আরাধনায় শনি দশা থেকেও মুক্তি পাওয়া যায়। 

  • 7/10

বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ এবং পশ্চিম দিকে বটগাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক। তাই বট সর্বদা পূর্ব দিকে লাগান উচিত।

  • 8/10

তবে ঘরের বাইরে বা মন্দিরের চারপাশে বট গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

  • 9/10

সঠিক নিয়ম মানলে বাড়িতে বট গাছের বৃদ্ধি বাড়তি মঙ্গল হিসাবে বিবেচিত হয়। বট গাছ শুদ্ধতার প্রতীক, এমন পরিস্থিতিতে বিবাহিত জীবনে এর পুজো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।

  • 10/10

বনসাই বাড়িতে বাস্তুদোষ আহ্বান করে। তাই বট গাছের বনসাই বাড়িতে না রাখাই ভাল। 
 

Advertisement
Advertisement