Advertisement

ধর্ম

PHOTOS : অমরনাথ যেতে পারেননি, বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো গৃহবধূর

Aajtak Bangla
  • কলকাতা ও বাঁকুড়া ,
  • 09 Aug 2022,
  • Updated 3:36 PM IST
  • 1/9

অমরনাথের শিব দর্শন করার ইচ্ছে অনেকদিনের। কিন্তু তা পূরণ হয়নি এখনও। তাই বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো সারলেন বাঁকুড়ার গৃহবধূ। তাঁর নাম সঙ্গীতা পাত্র। 

  • 2/9

গতকাল ছিল শ্রাবণের সোমবার। সোমবার শিবের বার। এই দিনই ভক্তরা দেবাদিদেব মহাদেবের পুজো করেন। সঙ্গীতাদেবীও বাড়িতে পুজো সারেন শিবের। 

  • 3/9

বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা সঙ্গীতা পাত্র। ইংরেজি সাহিত্যে এম.এ পাশ করেছেন। আর পাঁচজনের মতো বাপের বাড়িতে থাকার সময় প্রতিবার শ্রাবণ মাসে নিয়ম করে সোমবার পালন করতেন।

  • 4/9

তবে এবার নিজের বাড়িতেই শিবপুজো দিলেন তিনি। তাও আবার নিজের হাতে মূর্তি বানিয়ে। 

  • 5/9

সঙ্গীতাদেবী জানান, তিনি ভেবেছিলেন কোনও মন্দিরে গিয়ে শিবের পুজো করবেন। তবে সময় পাননি। তাই বাড়িতেই বরফের শিবলিঙ্গ বানিয়ে পুজো করেন। 

  • 6/9

তিনি আরও বলেন, 'বাড়িতে পুজো করলেও শিবের মাথায় জল ঢালা হয়নি। তবে সেই মনোবাসনা আমার পূর্ণ হয়েছে।' 

  • 7/9

কীভাবে এই শিবলিঙ্গ বানালেন সঙ্গীতা? তিনি জানিয়েছেন, রবিবার রাতে একটি জলের গেলাস ও বাটিতে জল ভরে তা ডিপ ফ্রিজে রেখে দেন।

  • 8/9

পরদিন সকালে ওই গ্লাস ও বাটি বের করেন। দেখেন তাঁর মনের মতো বরফের শিবলিঙ্গ তৈরি হয়েছে। 

  • 9/9

সেই শিবলিঙ্গকেই পুজো করেন সঙ্গীতা। জলও ঢালেন তাতে। সেই শিবলিঙ্গ দেখতে সঙ্গীতার বাড়িতে ভিড়ও করেন অনেকে। 

Advertisement
Advertisement