পুজোতে বেলপাতা আবশ্যিক। সেই সঙ্গে শাস্ত্রীয় মতে বেল পাতাকে শুভ বলে মনে করা হয়। অনেকে বাড়ি বেল গাছও লাগিয়ে থাকেন।
কিন্তু এটা হয়তো অনেকেই বাড়িতে বেল গাছ লাগানোর একটা পদ্ধতি রয়েছে। সেই নিয়ম মেনে বেল গাছ লাগালে বাড়িতে সুখ ও শান্তি আসবে।
জ্যোতিষ মতে, বাড়ির নির্দিষ্ট কোণ রয়েছে। সেই দিকেই বসানো উচিত বেল গাছ।
বাড়ির উত্তর-পূর্ব দিকে বেলগাছ লাগালা ভালো ফল পাওয়া যায়। সম্পদ প্রাপ্তি হয়। এর পাশাপাশি অশুভ কোনও ঘটনা থেকে মুক্তি মেলে।
অর্থভাগ্য ফেরে বাড়ির পূর্ব দিকে বেল গাছ বসালে। সম্পদ লাভের পাশাপাশি শান্তিও ফেরে এতে।
আবার বাড়ির পশ্চিম দিকে বেল গাছ বসালে সন্তানের ভাগ্য ভালো হয়।
দুর্ঘটনা কিংবা কোনও বাধা থেকে মুক্তি মেলে বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ বসালে।
জ্যোতিষ মতে বেলগাছের ক্ষেত্রে এই নিয়মগুলি মানলেই সেইসব পরিবারদের জীবনে সুখ ও সম্পদ লাভ হয় দ্রুত