Advertisement

ধর্ম

Belur Math Open: ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ, ঢুকতে কী কী প্রয়োজন?

Aajtak Bangla
  • বেলুড়,
  • 18 Aug 2021,
  • Updated 10:48 AM IST
  • 1/11

অবশেষে প্রতীক্ষার অবসান। বুধবার সকালে সমস্ত কোভিডিবিধি মেনে খুলে গেল বেলুড় মঠের গেট।

  • 2/11

বুধবার সকাল ৮টা নাগাদ খুলে দেওয়া হয় বেলুড় মঠের গেট। 

  • 3/11


দীর্ঘদিন পর বেলুড় মঠ খুলতেই  স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া। 
 

  • 4/11

তবে বেলুড় মঠে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের মানতে হবে কঠোর বিধিনিষেধ। 

  • 5/11

যে সকল দর্শনার্থী মঠে প্রবেশ করবেন, তাঁদের সঙ্গে করে রাখতে হবে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা  ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে।

  • 6/11

মঠে প্রবেশ করে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক (Mask) পরতে হবে। 
 

  • 7/11

বেলুড় মঠে যেতে গেলে সঙ্গে রাখতে  হবে আধার, প্যান বা ভোটার কার্ডের মতো নিজের কোনও একটি পরিচয়পত্র।   
 

  • 8/11

এবার থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড়মঠ। বেলা ১১টায় বন্ধ হবে গেট।
 

  • 9/11

 আবার বিকেল ৪টে’র সময় খুলবে এবং ৫টা ৪৫ মিনিটে বন্ধ হয়ে যাবে বেলুড়মঠ। 
 

  • 10/11


তবে মন্দির খুললেও  মূল মন্দির কিংবা রামকৃষ্ণ দেবের মন্দিরে বসতে পারবেন না দর্শনার্থীরা। ষাষ্টাঙ্গে প্রণাম করা যাবে না, এমনকি দেখাও করা যাবেনা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে।

  • 11/11

গত বছর কোভিডের সংক্রমণ ছড়াতে শুরু করলে ২৫ মার্চ  প্রথমবার সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় বেলুড়মঠ। এরপর ফের ওই বছর ১৫ জুন থেকে পয়লা অগস্ট পর্যন্ত খোলা ছিল বেলুড়মঠ। করোনার দ্বিতীয় প্রবাহ আসতেই ফের বন্ধ হয়ে যায় মঠ। এর মাঝে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আবার বেলুড় মঠ খোলা হয় । কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাড়তেই ২২ এপ্রিল থেকে ফের বন্ধ হয়ে যায় মঠ। এরপর একদিনের জন্য গত ২৪ জুলাই, গুরু পূর্ণিমার দিন বেলুড় মঠ খুলে ছিল।
 

Advertisement
Advertisement