Advertisement

ধর্ম

তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ খুলে গেল, এবার শিবের মাথায় জল ঢালতে পারবেন ভক্তরা

ভোলানাথ সাহা
  • 10 Feb 2021,
  • Updated 9:55 PM IST
  • 1/5

করোনা সংক্রমণ শুরু হওয়ায় পরে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত মন্দিরের দরজা। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে খুলছে একাধিক মন্দিরের দরজা। করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে পুন্যার্থীরাদের জন্য খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ।

  • 2/5

করোনা পরিস্থিতিতে গতবছরের ১৮-ই মার্চ থেকে বন্ধ ছিল মন্দির। কোভিড প্রোটোকল মেনে গতবছর ৪ সেপ্টেম্বর থেকে তারকেশ্বর মন্দির খুললেও এতদিন বন্ধ ছিল গর্ভগৃহ। সেই নিষেধও এবার তুলে নিল মন্দির কমিটি।  বুধবার থেকেই শিবের মাথায় জল ঢালতে পারবেন পুন্যার্থীরা। 

  • 3/5

বুধবার সকাল ছয়টা নাগাদ খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। করোনা বিধি মেনে গর্ভগৃহে জল ঢালতে পারবেন ভক্তরা।
 

  • 4/5

শুধুমাত্র ফুল, বেলপাতা, ও জল নিয়ে প্রবেশ করা যাবে। জ্বালানো যাবে না ধূপ–মোমবাতি। গর্ভগৃহে একেবারে ২০ জন করে দর্শনার্থীকে ঢোকানো হবে।

  • 5/5

মন্দিরের প্রসাদ হিসেবে আগের মতোই শুকনো প্রসাদ দেওয়া হবে। সেই প্রসাদ দেওয়ার দায়িত্ব পুরোহিতদের উপরেই থাকবে। সব দর্শনার্থীদের নিয়ম মেনে মন্দিরে আসার আবেদন করা হয়েছে।  

Advertisement
Advertisement