Advertisement

ধর্ম

কর্মের চাকা ঘুরবেই! মানবজীবনের কর্মচক্র এবার ২১ পল্লিতে

Aajtak Bangla
  • 25 Oct 2020,
  • Updated 9:40 AM IST
  • 1/8

দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে বালিগঞ্জ ২১ পল্লির পুজো জনপ্রিয়। এই বছর তাঁদের ৭৪ তম বর্ষে পদার্পণ।

  • 2/8

২১ পল্লির এই বছরের থিম 'কর্মচক্র'। কর্মের আবর্তন থেকে পরিবর্তন এবং সময়ের সঙ্গে তার রূপান্তরকেই ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মন্ডপে।
 

  • 3/8

পালকি থেকে হাতে টানা রিক্সা, পরিবহনের বদলে যাওয়া ধরণ ও মানুষের কর্মজীবন, সবই ফুটে উঠেছে  'কর্মচক্রের' মাধ্যমে। 
 

  • 4/8

এমনকি পটের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই বছরের করোনা চিত্র। মধুবানী চিত্রশিল্প ছাড়াও রয়েছে আরও বিশেষ কিছু চমক।
 

  • 5/8

এই পুজো মণ্ডপের লাইভ 'ডেকর'  মনোযোগ আকর্ষণকারী। রিকশা চালক,জলবাহক, কুলি,ভ্রমণকারী, বায়োস্কোপওয়ালা এই রকমের সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দাঁড়িয়েছিল মূর্তি আকারে‌‌।

  • 6/8

সত্যিকারের মানুষ এই সমস্ত সমাজের লোক এবং তাঁদের জীবিকাকে প্রতিনিধিত্ব করেছেন এখানে। যার ফলে তাঁদের লকডাউনের জেরে দীর্ঘদিনের বন্ধ হয়ে যাওয়া জীবিকার ক্ষেত্রেও কিছুটা উপকার হয়েছে। 

  • 7/8

শিল্পী বাপাই সেন-র ভাবনায় তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। শিল্পী মনে করেন মানুষের কর্মের চাকা ঘুরবে‌ই।

  • 8/8

গত ১৫ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন বালিগঞ্জ ২১ পল্লির পূজা মন্ডপ। উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মাস্ক পরিহিতা দুর্গার মুখের ছবিও এঁকেছেন এখানে।

Advertisement
Advertisement