Advertisement

ধর্ম

Lunar Eclipse 2022: ২০২২ সালের চন্দ্রগ্রহণ কবে? জানুন, সঠিক সময়, স্থান ও সূতক কাল...

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2021,
  • Updated 6:10 PM IST
  • 1/7

১৯ নভেম্বর ২০২১ সালের শেষ এবং শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হল। এটি হাজার বছরের বিরলতম চন্দ্রগ্রহণ। তাই এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

  • 2/7

এদিনের চন্দ্রগ্রহণের সময়কাল ছিল প্রায় ৬ ঘণ্টা ২ মিনিট। এর আগে ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এতটা দীর্ঘ চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছিলেন বিশ্ববাসী। এরপর আবার এত দীর্ঘ চন্দ্রগ্রহণ হওয়ার সবম্ভাবনা ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি। 
 

  • 3/7

জ্যোতির্বিদ্যার দিক থেকে ২০২১ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বছর মোট চারটি গ্রহণ (Eclipse) রয়েছে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং দুটি চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। ইতিমধ্যে তিনটি গ্রহণ হয়ে গেছে। ২০২১ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর এবং এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে।

  • 4/7

২০২২ সালের চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022)

আগামী বছরও দুটি চন্দ্রগ্রহণ দেখা যাবে। প্রথম চন্দ্রগ্রহণ হবে, ১৬ মে, এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এর চন্দ্রগ্রহণ দেখা যাবে, দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ -পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগরের অঞ্চলে। 
 

  • 5/7

এই চন্দ্রগ্রহণ ভারতেও দৃশ্যমান হবে। এই গ্রহণের সূতক কাল বেশি কার্যকর হবে, তাই সকলকে অত্যন্ত যত্নশীল ও সাবধানী হতে হবে।

  • 6/7

২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে, ৮ নভেম্বর। এটাও সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, তাই এই গ্রহণের সূতক কালও অত্যন্ত প্রচাভ ফেলবে সকল রাশিরচক্রে। 

  • 7/7

আগামী বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে দক্ষিণ-পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগরে। এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই সূতক কালের প্রভাবও পড়বে না।


 

Advertisement
Advertisement