Advertisement

ধর্ম

New Year 2022 Lucky & Suspicious Symbols: বছরের প্রথম দিনই বাড়িতে আনুন এই শুভ জিনিসগুলি! সারা বছর থাকবে সুখ-সমৃদ্ধি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2021,
  • Updated 7:29 PM IST
  • 1/7

নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নতুন বছর থেকে অনেক প্রত্যাশা থাকে সকলের। বিগত বছরের সব সমস্যা পেছনে ফেলে, নববর্ষ আনন্দ কাটাতে মেনে চলতে পারেন এই বাস্তু নিয়মগুলি। বছরের প্রথম দিনই বাড়িতে আনুন এই শুভ জিনিসগুলি। আপনার পরিবারে সুখ -শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। 

  • 2/7

স্বস্তিক চিহ্নের ছবি

ঘরে স্বস্তিক চিহ্নের ছবি রাখলে সব ইচ্ছা পূরণ হয়। পুরাণে, স্বস্তিক চিহ্নকে দেবী লক্ষ্মী এবং গণপতির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। স্বস্তিক, সংস্কৃত 'সু' এবং 'অস্তি' থেকে এসেছে, যার অর্থ 'শুভ'। পরিবার, সম্পদ, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অন্ত হয় স্বস্তিকে। কথিত আছে যে, স্বস্তিকে ভগবান গণেশ বিরাজ করেন। তাই এই প্রতীকটি সবচেয়ে পবিত্র। নতুন বছরের প্রথম দিনে বাড়িতে নিয়ে আসুন এটি। 
 

  • 3/7

ময়ূরের পালক

ময়ূরের পালকও খুব শুভ বলে মনে করা হয়। এটি ভাগ্যের পথে সমস্ত বাধা দূর করে, তবে মনে রাখবেন যে একগুচ্ছ ময়ূর পালক নয়, কেবল ১ থেকে ৩টি ময়ূরের পালক ঘরে রাখতে হয়। শুভ ফল পেতে বছরের পয়লা দিনই বাড়িতে আনুন ময়ূরের পালক। 

 

  • 4/7

রুপোর হাতি

যদি আপনার রাশিতে রাহু ও কেতুর অশুভ প্রভাব থাকে, তাহলে ঘরে একটি রুপোর হাতির মূর্তি রাখতে পারেন। হাতির মূর্তি যদি না সম্ভব হয়, সেক্ষেত্রে গণেশের মূর্তি রাখতে পারেন। এই কাজটি একেবারে বছর শুরুর দিনে করলে বেশি ভাল ফল মিলবে। 
 

  • 5/7

ধাতব কচ্ছপ

নতুন বছরে, বাড়িতে একটি ধাতব কচ্ছপ নিয়ে আসুন। অনেকে কাদা কিংবা কাঠের ছোট কচ্ছপ এনে বাড়ির যে কোনও স্থানে রাখেন। তবে তা ঠিক না। একটি ভাল ধাতব কচ্ছপ নিয়ে আসুন। রুপো, পিতল বা ব্রোঞ্জ ধাতুর তৈরি কচ্ছপ শুভ হয়। এটি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে।
 

  • 6/7

টিয়াপাখির ছবি বা মূর্তি

বাস্তু মতে টিয়াপাখি খুবই শুভ। তাই বাড়ির উত্তর দিকে টিয়ার ছবি বা মূর্তি রাখলে শুভ ফল মেলে। টিয়াপাখি প্রেম, আনুগত্য, দীর্ঘায়ু এবং সৌভাগ্যের প্রতীক। আপনি যদি বাড়ির অসুস্থতা, হতাশা, দারিদ্র্যতার সম্মুখীন হন তাহলে ঘরে টিয়াপাখির ছবি, মূর্তি বা শো-পিস রাখুন। এতে অনেক উপকার পাবেন। টিয়া দম্পতির ছবি বা মূর্তি আরও বেশি ভাল ফল এনে দেবে। 
 

  • 7/7

ছোট নারকেল 

এটা বিশ্বাস করা হয় যে ত্রিদেব নারকেল অর্থাৎ শ্রীফলের মধ্যে থাকেন। তাই প্রতিটি শুভ কাজে নারকেল অন্তর্ভুক্ত করা হয়। বছরের প্রথম দিন, ঘরে নারকেল আনলে অর্থাভাব দূর হয়।


 

Advertisement
Advertisement