২০২০ সালটি গোটা বিশ্বের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর। এই বছর মানুষ পাওয়ার থেকে কয়েক গুণ বেশি হারিয়েছে। দেশের অর্থব্যবস্থা থেকে শুরু করে চাকরী-ব্যবসা, সর্বক্ষেত্রে খারাপ অবস্থা। এখন বছর 2021 এর আগাছা হোয়ে আছে। নতুন বছর আসতে আর হাতে গোনা দিন বাকি। সকলেই আশাবাদী ২০২১ সালটি ভাল কাটবে সবার। জ্যোতিষীরা ইতিমধ্যে কিছু ভবিষ্যদ্বাণী করেছেন গ্রহ ও নক্ষত্রের অবস্থানেরর ভিত্তিতে।
রাজনৈতিক অবস্থা - ২০২০ সালের দিকে নজর দিলে দেখা যায় রাজনীতিতে একচেটিয়া প্রভাব দেখা গেছে। ২০২১ সালেও সেটির সম্ভবনা রয়েছে। গ্রাহক, কৃষি, মুদ্রা এবং জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিতে সরকারের পদক্ষেপ নেওয়ার সম্ভবনা রয়েছে।
কেরিয়ার এবং ব্যবসা - ব্যবসা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ২০২১ সালে তুলনামূলক সুযোগ থাকতে পারে। মিঠুন, ধনু এবং বৃশ্চিক রাশির জাতকদের ২০২১ সালের প্রাথম দিকে স্বাস্থ্যের প্রতি সচেতনতার প্রয়োজন। যদিও বৈবাহিক ও আর্থিক দিক দিয়ে পড়ের বছর খুব কাটবে। বুধের সূর্যের সঙ্গে চতুর্থ কক্ষে যাচ্ছে যেটি খুব শুভ। সকলে করিয়ার এবং স্বাস্থ্যে ভাল থাকবে সব মিলিয়ে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কট - ভারতে অর্থনৈতিক মন্দার অনেকগুলি কারণ রয়েছে। জ্যোতিষীদের মতে, ভারতবর্ষের অর্থনৈতিক সঙ্কট ২০২২ সালের আগে সমাধান হবে না।
বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের সময়ে শনি ও বৃহস্পতিকে একে অপরের সঙ্গে দেখে গেছে। এইরূপ দৃষ্টান্ত আরও বেশ কয়েকটি বছরে দেখা গেছে। এর আগে ২০১০ সালে শনির অবস্থান কন্যার এবং বৃহস্পতিটির সঙ্গে সপ্তম কক্ষে ছিল। আর এই বছরই গোটা ইউরোপ এবং আমেরিকা বিশ্ব মন্দা দেখেছিল।
দাম - এই বছরও শনি এবং বৃহস্পতি একসঙ্গে রয়েছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই দুই গ্রহ মকরে থাকবে। সের ফলে রাজনীতি এবং সামাজিক দিকে বড় কোনও ঘটনাও ঘটটে পারে। এর প্রভাব ভারত, জাপান, আমেরিকা, ইউরোপ, ব্রাজিলের মতো দেশগুলির অর্থনীতিতে পড়বে। রিয়েল এস্টেট বাজারে দামও বিপুল পরিমাণে পড়বে। ২০২২ সালের এপ্রিল মাস থেকে পরিস্থিতি কিছুটা ভাল হবে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের শুরুর দিকে বৃহস্পতি মিনের ওপর অবস্থান করবে এবন সেই সময়ে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে।
করোনা পরিস্থিতি - ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারীর মধ্যে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার সম্ভবনা। মানুষের জীবনযাত্রায় ফেরার আশা রয়েছে। তার সঙ্গে কোভিড ১৯ -এ আক্রান্তদের সুস্থতার হারও বৃদ্ধি পাবে। যদিও ২০২১ সালের শুরুর দিকেও অতিমারীর প্রভাব না পরার সম্ভবনা। অগস্ট মাস থেকে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরবে।
যোগাযোগ মাধ্যমের পরিস্থিতি - বুধ গ্রহের প্রভাব ২০২১ সালে বিপুল পরিমাণে রয়েছে। এর প্রভাব যোগাযোগ মাধ্যমেও পড়বে। ভারতের সঙ্গে অন্য দেশগুলির সুসম্পর্কিত যোগাযোগ স্থাপনের জন্য ভাল সময় থাকতে পারে।
রাহু -কেতুর প্রভাব- কালপুরুষের দ্বিতীয় কক্ষে রাহুর অবস্থানের ফলে আর্থিক মন্দা এবং অর্থনৈতিক অপরাধমূলক কাজ হওয়ার সম্ভবনা থাকছে। কেতুর অষ্টম কক্ষে অবস্থান বিপদের সংকেত। সাম্প্রদায়িক দাঙ্গা ও কর্মক্ষেত্রের উন্নয়নে বাঁধা প্রাপ্ত হতে পারে। বৃষ এবং বৃশ্চিকে রাশিতে রাহু-কেতুর প্রভাব শক্তিশালী।