Advertisement

ধর্ম

Mauni Amavasya in Maha Kumbh: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে ভিড় রেকর্ড ভাঙতে চলেছে, কত কোটি? রইল সব ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • প্রয়াগরাজ,
  • 28 Jan 2025,
  • Updated 1:49 PM IST
  • 1/14

মৌনী অমাবস্যায় (Mauni Amavasya 2025) প্রয়াগরাজে মহাকুম্ভের (Maha Kumbh 2025) ভিড় অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। এবছরের মহাকমুম্ভে এর আগে সবচেয়ে বেশি পুণ্যস্নান হয়েছে মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তিতে ১৫ কোটির বেশি ভক্ত মহাকুম্ভে স্নান করেছেন।
 

  • 2/14

কিন্তু মৌনী অমাবস্যায় সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার পথে। ২৯ অক্টোবর অর্থাত্‍ বুধবার মৌনী অমাবস্যা। 

  • 3/14

এখনই ১০ কোটির বেশি মানুষ প্রয়াগরাজে হাজির হয়েছেন পুণ্যস্নানে। মৌনী অমাবস্যায় এই সংখ্যাটা মকর সংক্রান্তির ভিড়কে ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

  • 4/14

বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে অমাবস্যা তিথি, অর্থাৎ মাঘী অমাবস্যার দিনটি মৌনী অমাবস্যা নামে পরিচিত। 
 

  • 5/14

এদিন উপবাস রেখে স্নান করেন অনেকে। পাশাপাশি মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখার রীতিও প্রচলিত আছে। 

  • 6/14

এদিন যতটা সম্ভব মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হয়। সূর্যদেব ও প্রয়াত পূর্বপুরুষদের নামে পুজো করার জন্যই এই দিনটি মাহাত্ম্যপূর্ণ।
 

  • 7/14

মৌনী অমাবস্যায় অর্থাত্‍ বুধবার পুণ্যস্নানের সবচেয়ে শুভ মুহূর্ত শুরু হবে ভোর ৫টায়। 

  • 8/14

প্রথমে প্রয়াগরাজে স্নান করবেন মহানির্বাণী আখড়ার নাগা সন্ন্যাসীরা। 
 

  • 9/14

তারপর ৫টা ৫০ মিনিটে স্নান করবেন নিরঞ্জনী আখড়া ও আনন্দ আখড়া। পৌনে ৭টায় স্নান করবে জুনা আখড়া। 
 

  • 10/14

এই ব্যাপক ভিড় সামলাতে বাড়তি জল পুলিশ মোতায়েন থাকছে প্রয়াগরাজে। 
 

  • 11/14

ভিড়ে যাতে কোনও রকম দুর্ঘটনা না হয়, তার জন্য স্নানের পরেই সবাইকে নিজ নিজ তাঁবু বা হোটেলে ফিরতে হবে, কেউ জড়ো হতে পারবেন না।
 

  • 12/14

পঞ্জিকা অনুসারে মাঘী অমাবস্যা পড়ছে ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সন্ধে ৭টা ৩২ মিনিটে। 

  • 13/14

অমাবস্যা ছেড়ে যাবে ২৯ জানুয়ারি ২০২৫ সন্ধে ৬টা ৫ মিনিটে। মৌনী অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত থাকবে ২৯ জানুয়ারি ভোর ৫টা ২৫ মিনিট থেকে ভোর ৬টা ১৮ মিনিট পর্যন্ত।
 

  • 14/14

পুরান অনুযায়ী, মৌনী অমাবস্যায় গঙ্গার জল অমৃতে পরিণত হয়। ভক্তদের বিশ্বাস, এই দিন উপোস করে ও সারাদিন কোনও কথা না বলে মৌন থাকলে, বাকসিদ্ধ হয়। এছাড়াও এই দিনেই মহর্ষি মনুর জন্ম হয়েছিল।
 

Advertisement
Advertisement