আজ দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি (দিওয়ালি)। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন পালিত হয় দীপাবলি।
তবে এ বারের দীপাবলি অন্যান্য বছরের তুলনায় কিছুটা আলাদা। কারণ, জ্যোতিষশাস্ত্র মতে, এ বছরের দীপাবলিতে রয়েছে একটি বিশেষ শুভ ক্ষণ যা দীর্ঘ ১৭ বছর পর আবার দীপাবলির দিন একই সঙ্গে পড়েছে।
জ্যোতিষশাস্ত্র মতে, আজ ‘সর্বার্থ সিদ্ধি যোগ’ (Sarvartha Siddhi Yog) তৈরি হয়েছে। জ্যোতিষাচার্য বিশাল অরোরার মতে, এই যোগ অত্যন্ত মঙ্গলকর, শুভ!
জ্যোতিষাচার্য বিশাল অরোরার মতে, এই দীপাবলিতে ধন এবং জ্ঞানের গ্রহ বৃহস্পতি ধনু এবং মকর রাশিতে অবস্থান করবে যেখানে শুক্র গ্রহ কন্যারাশির ঘরে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে, দীপাবলিতে এই দুই গ্রহের এমন অবস্থান ৪৯৯ বছর পর পর একবার ঘটে। এর আগে ১৫২১ সালে এমনটা ঘটেছিল।
শাস্ত্র মতে, আজ বিকাল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৭ মিনিট পর্যন্ত দীপাবলির প্রদোষ কাল থাকবে। এই সময়কালে উপাসনা করা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়।
শনিবার, দীপাবলির দিন বিকেল ৫টা ৩৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৬ মিনিট পর্যন্ত রয়েছে লাভ মূহুর্তের যোগ। দান, ধর্ম, সেবা ইত্যাদির জন্য এই মূহুর্ত অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়।
প্রদোষ কালের পরে নিশী পুজো মূহুর্ত রাত ৮টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত থাকবে। এর পর রাত ১০টা ৩৩ মিনিট থেকে রাত ১২টা ১১ মিনিট পর্যন্ত রয়েছে অমৃত মূহুর্ত।