Advertisement

ধর্ম

Shani Jayanti: কীভাবে সন্তুষ্ট করবেন শনিদেবকে? জানুন শনি জয়ন্তীর আগে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2021,
  • Updated 4:47 PM IST
  • 1/8

জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে (Shani Dev) নয়টি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনি দেব ন্যায়বিচারের দেবতা এবং মানুষকে তাঁদের কর্মের ভিত্তিতে ফল দেন তিনি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন শনি জয়ন্তী (Shani Jayanti) উদযাপিত হয়। এই দিনে শনি দেবের উপাসনা করলে তিনি বিশেষ আশীর্বাদ দেন ।

  • 2/8

শনি দেবের জন্ম নিয়ে পুরাণে অনেক কিছু বর্ণনা রয়েছে। শোনা যায়, সূর্যদেবের স্ত্রী শারণ্যু দেবী, তাঁর স্বামীর প্রখরতা ও তেজ সহ্য করতে না পেরে নিজের শরীর থেকে ছায়ার সৃষ্টি করেন। সেই ছায়া তিনি নিজের জায়গায় বসিয়ে রেখে তপস্যায় যান। সেই সময় ছায়ার সঙ্গে সূর্যদেবের মিলনের ফলে শনির জন্ম হয়। কিন্তু তাঁর গায়ের রং হয় কুচকুচে কালো, যা নিয়ে সূর্যদেব দেবী ছায়াকে তাঁর পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। 
 

  • 3/8

মায়ের এই অপমান সহ্য করতে পারতেন না শনি দেব। একদিন বদলা নিতে অগ্নিদৃষ্টিতে সূর্যের দিকে তাকান তিনি। যার ফলস্বরূপ সূর্য পুড়ে কালো হয়ে যান। সেই সময় শিব এসে রক্ষা করেন সূর্যকে। শিবই সূর্যকে সমস্ত সত্যি জানান এবং কোনও অন্যায় দেখলে তার বিচার করার ক্ষমতা দিয়ে যান শনিকে। সেই থেকেই বিচারের দেবতা হিসাবে পরিচিত শনি দেব।
 

  • 4/8

এই বছর শনি জয়ন্তী পড়েছে ১০ জুন, বৃহস্পতিবার।  ৯ জুন, দুপুর ১২.২৭ মিনিট থেকে ১০ জুন দুপুর ২.৫২ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে এদিন। ১০ জুন ব্রহ্ম মুহূর্ত থকেবে সকাল ৪.৪৫ মিনিট থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত । অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল ১১.৫৪ থেকে রাত ১২.৪১ মিনিট পর্যন্ত । অমৃতকাল থাকবে সকাল ৬.৩৯ থেকে ৮.২৭ মিনিট পর্যন্ত ।
 

  • 5/8

এদিন বিকেলে শনিদেবের উদ্দেশ্যে পশ্চিম দিকে প্রদীপ জ্বালান। সেই সঙ্গে যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে শনি জয়ন্তীতে পাঠ করুন শনি বীজ মন্ত্র - "ওম্ প্রাম প্রিম প্রম শাহ শনিয় নমহ"। শনির মহামন্ত্র "ওম্ নীলাঞ্জন সমভাসম, রবি পুত্র ইয়ামাগ্রাজম, ছায়া মার্তণ্ড সম্ভূতম, তামা নমামি শনিসচরম। "শনির গায়ন্ত্রী মন্ত্র- "ওম্ শনিয়চরেয় ভিদমহে সূর্যপুত্র ধীমাহি তন্ন মন্ডা প্রচদয়া ।" 

  • 6/8

শাস্ত্র অনুসারে শনি জয়ন্তীতে শনি দেবের পূজা করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শনি দেবের প্রতিমা কিংবা ছবিতে তেল, কালো কাপড়, ফুলের মালা, কালো তিল এবং প্রসাদ অর্পণ করুন। 
 

  • 7/8

শনি জয়ন্তীর দিন দরিদ্র ব্যক্তি বা অবলা পশুদের খাওয়ানো খুব শুভ। শনিদেবকে নিয়ে সাধারণত মানুষের মধ্যে ভয় দেখা যায়। এমন অনেক বিশ্বাস রয়েছে যে শনিদেব কেবল মানুষের ক্ষতি করে। তবে একেবারে ভুল ধারনা। শাস্ত্র অনুসারে শনিদেব যে কোনও ব্যক্তির কর্মের উপর তাঁর শাস্তি স্থির করেন।
 

  • 8/8

পঞ্চাঙ্গ অনুসারে জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই শনি জয়ন্তী পালিত হয়। গুরুত্বপূর্ণ হল, এই দিনেই এই বছর আবার  সূর্য গ্রহণ (Surya Grahan 2021)। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, একই দিনে সূর্যগ্রহণ হওয়ায় এটি অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ একটি মহাজাগতিক ঘটনা।

Advertisement
Advertisement