Advertisement

ধর্ম

Sri Sri Sarada Devi’s 170th Birth Anniversary: দেওয়ালে পিঠ ঠেকেছে? মা সারদার এই বাণীগুলিতেই নিমেষে সমাধান

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 15 Dec 2022,
  • Updated 2:24 PM IST
  • 1/10

আজ শ্রী মা সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি (Sri Sri Sarada Devi’s 170th Birth Anniversary 2022)। আর এই উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ। প্রথা অনুযায়ী ভোর থেকেই উৎসব পালন শুরু হয়েছে। ভোর ৪.৪৫ মিনিটে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর স্তব গান, বেদ পাঠ, ভজন এবং বিশেষ পুজো ও হোম হবে। ১১টা থেকে চলছে প্রসাদ বিতরণ। দুপুর তিনটেয় ধর্মসভা। ধর্ম সভার শেষে মূল মন্দিরে সন্ধ্যারতির পরই শেষ হবে এবারের মত মায়ের জন্ম তিথি উৎসব।

  • 2/10

সারদা মা অত্যন্ত সহজ ভাবে জীবনের অতিবাহিত করার পথ দেখিয়ে গিয়েছেন। প্রথাগত শিক্ষা ছাড়াই তিনি গভীর দর্শনের কথা বলে গিয়েছেন, তা সত্যিই অবাক করার মতো। তাঁর দর্শন মেনে চললে জীবন ধারণ অনেক সহজ হয়ে যায়। জীবনে কোন পথে, কীভাবে চলতে হবে সেটাও বলে গিয়েছেন। আসলে তাঁর কাছে সবাই ছিল সন্তানের মতো। তাই সবাইকেই তিনি সন্তান মেনে কাছে টেনে নিতে পারতেন। তাঁদের দুঃখে পাশে দাঁড়াতেন। সু পরামর্শ দিয়ে জীবন সুন্দর করার কথা বলতেন। সারদা দেবীর বাণী (Sarada Devi Quotes), যা জীবনের সব সমস্যার সমাধান করে দেয়। আমরা সেই বাণীগুলিই (Sarada Devi Bani) আজ জানব

  • 3/10

 ‘ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি?’ তবে একটি কথা বলি, ‘যদি শান্তি চাও মা, কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখ। কেউ পর নয়, মা জগৎ তোমার।’ 
 

  • 4/10

 'সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন।'

  • 5/10

 'যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।'

  • 6/10

'যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।'
 

  • 7/10

ভগবান দর্শন বলো, ধ্যান বল, সবই মন । নিত্য ধ্যান করবে । কাঁচা মন কি না?  ধ্যন করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে।'

  • 8/10

'একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুদার্তকে দেখলে তাকে একটু খেতে দিও।'

  • 9/10

'যখন মনে কোনও বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে। তখন একাকী কেঁদে কেঁদে তাঁর নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন।'

  • 10/10

'কাজ করা চাই বইকি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়।'

Advertisement
Advertisement