Advertisement

ধর্ম

Puri Jagannath Temple: আজ ভক্তদের জন্য খুলল পুরীর জগন্নাথ মন্দির, যে যে শর্ত মানতে হবে...

Aajtak Bangla
  • পুরী,
  • 23 Aug 2021,
  • Updated 11:18 AM IST
  • 1/7

অবশেষে  সাধারণ মানুষের খুলে আজ থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা৷ আজ থেকে (২৩ অগাস্ট) মন্দিরে প্রবেশ করতে পারবেন সমস্ত ভক্তরা। 
 

  • 2/7


এপ্রিল মাসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল৷ সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় পর গত ১২ অগাস্ট কেবলমাত্র সেবক ও তাদের পরিবারের সদস্যদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। 

  • 3/7


এপ্রিল মাসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল৷ সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় পর গত ১২ অগাস্ট কেবলমাত্র সেবক ও তাদের পরিবারের সদস্যদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। 

  • 4/7

এবার ২৩ অগাস্ট সোমবার থেকে ফের সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল দেশের চার ধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ মন্দিরের দরজা।
 

  • 5/7

এবার সোম থেকে শুক্র সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। তবে  শনি ও রবিবার সপ্তাহান্তে সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রাখা হবে পুরীর মন্দিরের দরজা। 
 

  • 6/7

সেইসঙ্গে মন্দির কমিটি জানিয়ে দিয়েছে, কোভিড বিধি মেনেই চলবে দর্শন।  পুণ্যার্থীদের দুটি শর্ত মানতেই হবে।  করোনার দু'টি টিকা নেওয়ার শংসাপত্র থাকতে হবে৷ তা না হলে মন্দিরে প্রবেশের সর্বোচ্চা ৯৬ ঘণ্টা আগে করা আরটি- পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে৷ মন্দিরে যেতে নিয়ে যেতে হবে আধারকার্ডও।
 

  • 7/7

এদিকে  এরই মধ্যে মন্দিরের সেবকদের সকলের  করোনা টিকাকরণ করা হয়েছে বলে সূত্রের খবর। পদে পদে মানা হচ্ছে কড়া কোভিড বিধি। তবে মন্দির খুললেও আগামী ৩০ অগাস্ট জন্মাষ্টমীর দিন বন্ধ থাকবে মন্দির৷

Advertisement
Advertisement