Advertisement

ধর্ম

Vastu Tips For Money: বাঁশগাছ খুব লাকি, কিন্তু ভুল জায়গায় রাখলে জীবন দুর্বিসহ! জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • 10 Mar 2022,
  • Updated 4:40 PM IST
  • 1/8

 বাস্তু অনুসারে, বাঁশ গাছকে শুভ ও সৌভাগ্য আনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তু মেনে আর্থিক উন্নতির জন্য বাড়িতে, অফিসে বাঁশ গাছ লাগাচ্ছেন? ভুল জায়গায় রাখলে ফল হবে মারাত্মক! জেনে নিন কোথায় বাঁশ গাছ লাগানো শুভ আর কোথায় রাখা উচিত নয়...

  • 2/8

পূর্ব দিকে বাঁশ গাছ লাগানো উত্তম বলে মনে করা হয়। এই দিকে বাঁশ গাছ লাগালে ঘরে শান্তি বজায় থাকে। সেই সঙ্গে টাকাও আসে।

  • 3/8

ঘরে বাঁশ লাগালে জানালার কাছে বা সূর্যের আলো সরাসরি আসে এমন জায়গায় রাখবেন না। এটি গাছের ক্ষতি করবে। যার সরাসরি প্রভাব পড়বে বাড়ির আর্থিক অবস্থার ওপরও।

  • 4/8

বাঁশের উদ্ভিদ বায়ু পরিশোধক হিসেবেও কাজ করে। বাঁশ গাছ দূষণ কমাতে সহায়ক। ২-৩ ফুট উচ্চতা পর্যন্ত বেড়ে ওঠা বাঁশ গাছের যত্ন নেওয়াও সহজ।

  • 5/8

অফিসে বাঁশের চারা লাগালে পরিবেশ বিশুদ্ধ থাকে। এছাড়াও, এটি নেতিবাচক শক্তি দূর করে। বাড়িতে বা অফিসে লাগানো বাঁশ গাছের জল এক সপ্তাহের মধ্যে বদলে ফেলুন। এতে অর্থনৈতিক অবস্থা মজবুত হয়।

  • 6/8

ঘরে একটি বাঁশ গাছ লাগালে রোগ-ব্যাধি দূর হয় এবং শরীর সুস্থ থাকে। বাঁশ গাছটিকে লাল ফিতা দিয়ে বেঁধে কাঁচের পাত্রে বা পাত্রে জল দিতে হবে।

  • 7/8

বেডরুমেও বাঁশের গাছ রাখা যেতে পারে। এটি এমন একটি উদ্ভিদ যা স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসা বৃদ্ধি করে।

  • 8/8

পড়াশোনা, সৃজনশীলতা এবং লেখালেখিতে অগ্রগতির জন্য বাঁশের গুচ্ছ ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। অধ্যয়ন কক্ষে চারটি ছোট বাঁশের গাছ রাখুন।

Advertisement
Advertisement