Advertisement

ধর্ম

Vastu Tips: শীতে এই ৬ বাস্তুদোষ আপনাকে সর্বস্বান্ত করে দিতে পারে, এই ভুল করবেন না

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Nov 2022,
  • Updated 10:04 PM IST
  • 1/7

শীতের মরশুম অনেকের কাছেই অত্যন্ত পছন্দের। এ সময় মানুষের লাইফস্টাইল একদম বদলে যায়। কারণ এই ঋতু আমাদের জীবনের এবং পরিবেশে বদল নিয়ে আসে। এ কারণে বাস্তুশাস্ত্রে আমরা একে বিশেষ গুরুত্ব দিই। বাস্তু অনুযায়ী শীতের মরশুমে ঘরে জিনিসপত্র রাখা নিয়ে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। এই মরশুমে বাস্তুর সঙ্গে জড়িত ভুলগুলি আমাদের সমস্যায় পড়তে পারে।

  • 2/7

দরজায় মোটা পর্দা

বাস্তুশাস্ত্র অনুযায়ী কড়া রোদ ইতিবাচকতার প্রতীক বলা হয়। যে যেখানে যেখানে সূর্যদেবের কিরণ পৌঁছায়, সেখানকার নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। এ কারণে শীতে নিজেদের ঘরের দরজায় পাতলা পর্দা লাগাতে হবে। যেখান দিয়ে আলো ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু যদি আপনি ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে চান, তাহলে জানালা বন্ধ করে রাখুন, কিন্তু জানালার কাচ দিয়ে যাতে রোদ ঢোকে সে বিষয়টি নিশ্চিত করতে হবেয

  • 3/7

বেডশিট  ও ক্রকারি

নিজের বেডশিট, সোফা, পর্দার রং লাল বা গোলাপি রাখুন। আপনি চাইলে এই রংয়ের বাসনপত্রও ঘরে এনে রাখতে পারেন। এই রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুযায়ী এই রং থাকলে ঘরের সদস্যদের এবং আত্মীয়দের আপনার সম্পর্কে সম্পর্ক ভালো থাকে।

  • 4/7

ঘিয়ের লাড্ডু কিংবা ড্রাই ফ্রুট

শীতকালে ঘরে রান্নাঘরে ড্রাই ফুড অথবা দেশি ঘি দিয়ে তৈরি লাড্ডু অথবা খাবার বা ওই ধরণের কোনও সামগ্রী ঘরে রাখুন। নিজে তৈরি করতে পারেন বা দোকান থেকেও কিনে আনতে পারেন। কোন সমস্যা নেই। এই মরশুমে আপনি শোলা অথবা গুড়ের মতো শরীর গরম করার খাবার ঘরে রাখতে পারেন। এতে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে।

  • 5/7

হলুদ রঙের আলো

শীতের মরশুমে যদি ঘরে সাদা রংয়ের লাইটের কারণে হলুদ রংয়ের লাইট ব্যবহার করেন, তাহলে থেকে শক্তি মেলে। এটি একটি ওয়ার্ম কালার বলে মনে করা হয়। যা ঠান্ডা আপনাকে আলোর পাশাপাশি শক্তি প্রদান করতে পারে এবং উষ্ণতাও দেবে। বিশেষ করে ঘরের ওই সমস্ত কোনায় এই রঙের ব্যবহার করুন যেখানে বেশি অন্ধকার রয়েছে।

  • 6/7

ফায়ার প্লেস

যদি আপনার এলাকায় ঠান্ডা বেশি হয় এবং ফায়ার প্লেস ব্যবহার করতে হয় তাহলে আপনি ফায়ার প্লেস ব্যবহার করতেই পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যে এটি সব সময় যেন অগ্নিকোণেই হয়ে থাকে। অন্য জায়গায় ফায়ার প্লেস থাকলে ঘরে নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে পড়ে।

 

  • 7/7

লাল রংয়ের মোমবাতি

চাকরি, ব্যবসা বা নিজস্ব জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে থাকলে মন মেজাজ খারাপ থাকে। যদি আপনি এই ধরণের কোনও সমস্যায় ভুগতে থাকেন, তাহলে শীতকালে ঘরে দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি জ্বালান। দক্ষিণ দিকে লাল রঙের এই মোমবাতি নেতিবাচকতা দূর করে ঘরে উর্জা তৈরি করে এবং আপনাকে শান্তি এবং স্বাচ্ছন্দ এনে দেয়।

Advertisement
Advertisement