Advertisement

ধর্ম

Vastu Tips For Pet: বাস্তু মেনে বাড়িতে পোষ্য রাখুন এভাবে, ভাগ্য ঘুরতে সময় লাগবে না

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2023,
  • Updated 9:02 PM IST
  • 1/8

Vastu Tips For Pet: অনেকেই বাড়িতে নানা ধরনের পোষ্য় রাখেন। যাকে আমরা পরিবারের সদস্যদের মতোই দেখি। কেউ রাখেন বাড়ি পাহারা দেওয়ার জন্য, কেউ সঙ্গী পাওয়ার জন্য, আবার কেউ এমনিই শখে পোষেন কুকুর, পাখি, খরগোশ, ঘোড়া নানাকরকম প্রাণী। কিন্তু এটা রাখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তা মেন চললে যেমন ভাগ্য সহায় হতে পারে, তেমনই ভুলভাবে পালন করলে ক্ষতিও হয়।

  • 2/8

টিয়াপাখি (Parrot)

যাঁরা পাখি পুষতে ভালবাসেন, তাঁদের শখ থাকলে টিয়া পুষতে পারেন। মনে করা হয় টিয়া যে কোনও সমস্যার আঁচ করে মালিককে সে সম্পর্কে সতর্ক করতে পারে।

  • 3/8

কুকুর (Dog)

কুকুর সবচেয়ে জনপ্রিয় পোষ্য। তাকে সবচেয়ে বিশ্বস্ত পশু বলা হয়ে থাকে। অধিকাংশ ব্যক্তি নানান প্রজাতির কুকুর পুষতে ভালোবাসেন। তবে কালো রঙের কুকুর পোষা সবচেয়ে শুভ। জ্যোতিষ অনুযায়ী কারও শনি দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে কালো কুকুরকে খাবার খাওয়ানো উচিত। এর ফলে শনি মজবুত হয়।

 

  • 4/8

মাছ ও অ্যাকোরিয়াম (Fish And Aquarium)

অ্যাকোয়েরিয়ামে নানান রঙের মাছ রাখতে ভালোবাসেন অনেকেই। জ্যোতিষ মতে বাড়িতে মাছ রাখাও শুভ। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ-শান্তির বাস হয়। প্রচলিত ধারণা অনুযায়ী মাছ পরিবারে সংকট নিজের ওপর নিয়ে নিতে পারে।

  • 5/8

সাদা ইঁদুর (White Mouse)

সাদা ইঁদুরকে গণেশের প্রতীক মনে করা হয়। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়।

  • 6/8

গরু (Cow)

হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। গরু রাখলে বাড়িতে কোনও সমস্যা তো আসেই না, উপরন্তু ইতিবাচক শক্তিও বজায় থাকে।

  • 7/8

খরগোশ (Rabbit)

জ্যোতিষ মতে খরগোশ পুষলেও শুভ ফল দেয়। এর প্রভাবে বাড়িতে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। এমনকী বাড়ির পরিবেশও শান্ত থাকে। তবে খরগোশ কখনও একা পুষতে নেই। সব সময় জোড়ায় পোষা উচিত।

  • 8/8

ঘোড়া (Horse)

হিন্দু ধর্ম সহ নানা ধর্মে ঘোড়াকে ঐশ্বর্যের প্রতীক মনে করা হয়। জ্যোতিষ অনুযায়ী ঘোড়া পোষাও শুভ। কারণ এর প্রভাবে কখনও অর্থাভাব দেখা দেবে না।

Advertisement
Advertisement