Advertisement

ধর্ম

Vastu Tips: পুজোর ঘরে রাখুন এই ৫ শুভ জিনিস, তারপর দেখুন ভাগ্যের চমক

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Feb 2022,
  • Updated 2:04 PM IST
  • 1/6

Vastu Tips For House Temple: যাদের বাড়িতে মন্দির বা ঠাকুরঘর (Puja Room) যাচ্ছে তাদের কিছু পুজোর স্থানে কিছু জিনিস রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পরিবারে থাকে। সংসারের সমস্ত দুঃখ-কষ্ট দূরে চলে যায়। সারা ঘরে ভগবানের কৃপা বর্ষিত হয়। পুজোর স্থানে কোন বিশেষ জিনিসগুলি রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় সংসারে থাকে?
 

  • 2/6

গোমূত্র- হিন্দু ধর্মে গোমূত্রকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়বাড়িতে গোমূত্র রাখলে দেবতাদের আশীর্বাদ সবসময় বাড়ির সদস্যদের উপর থাকে।
 

  • 3/6

শালিগ্রাম শিলা- সাধারণত যারা বাড়িতে তুলসী রাখেন তাদের বাড়িতেও শালিগ্রাম শিলা থাকে। শালিগ্রাম শিলা পুজোর স্থানে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। শালিগ্রামকে ভগবান বিষ্ণুর রূপ মনে করা হয়। শালিগ্রাম পুজো করলে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে কখনও আর্থিক সমস্যা হয় না।
 

  • 4/6

গঙ্গাজল- হিন্দু ধর্মে গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই পুজোর স্থানে গঙ্গাজল রাখা হয়। এমনটা বিশ্বাস করা হয়, মন্দিরে গঙ্গাজল রাখলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ঘরের মন্দিরে রুপোর বা পিতলের পাত্রে গঙ্গাজল রেখে দেখুন, এতে ঘরে সুখ শান্তি বজায় থাকবে।
 

  • 5/6

শঙ্খ- বাড়ির পুজোর ঘরে অবশ্যই শঙ্খ রাখতে হবে। কথিত আছে, বাড়ির মন্দিরে শঙ্খ রাখলে বাড়ির পরিবেশের উন্নতি হয় এবং ইতিবাচকতা বজায় থাকে। শাঁখ বাজালে ঘরের সুখ শান্তি বজায় থাকে। এমনটা বিশ্বাস করা হয়, যে পুজোর ঘরের দক্ষিণে শাঁখ রাখলে শুভ ফল পাওয়া যায়।
 

  • 6/6

ময়ূরের পালক- আপনার পুজোর ঘরে ময়ূরের পালক রাখুন। এমনটা বিশ্বাস করা হয়, ময়ূরের পালক রাখলে ঘরে ইতিবাচকতা আসে। ভগবান শ্রী কৃষ্ণ ময়ূরের পালক পছন্দ করেন। যারা ঘরে ময়ূরের পালক রাখেন, তাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকে। আরও বলা হয়, ময়ূরের পালক রাখলে পোকামাকড় ও টিকটিকি ঘরে ঢুকতে বাধা দেয়।

Advertisement
Advertisement