Advertisement

ধর্ম

Vastu Tips: হাতে কিছুতেই টাকা থাকছে না? বাড়ি থেকে আগে এই জিনিসগুলি সরান

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2021,
  • Updated 9:48 PM IST
  • 1/9

গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের জীবনেও পড়ে। এমনকি গ্রহের স্থান পরিবর্তনও কোনও ব্যক্তির জীবনকে বিস্তর প্রভাবিত করে। এর জন্য অন্যান্য সমস্যার পাশাপাশি অর্থনৈতিক সংকটও হতে পারে। জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ বিশাল আরোরা জানালেন, কোন বিষয়গুলি অর্থনৈতিক সংকট কাটানোর বাধা হয়ে দাঁড়াচ্ছে। 

  • 2/9

পায়রার বাসা

বাড়িতে পায়রার বাসা, সেখানে ডিম পাড়া, ডিম ভেঙে যাওয়া ইত্যাদির জন্য আপনার জীবনের অর্থনৈতিক উন্নতি বাধা পেতে পারে। অনেকেই বাড়ির ছাদে পাখির খাঁচা রাখেন। বাড়িতে সেটি না রেখে, বাড়ির বাইরে কোথাও রাখুন। বাড়িতে পায়রার চলাফেরা কমলে অর্থনৈতিক সংকটও দূর হবে। 
 

  • 3/9

কাঁটাযুক্ত গাছ

অনেকেই বাড়িতে স্খ করে কাঁটাযুক্ত গাছ রাখেন। কিন্তু ক্যাকটাস, রাবারের মতো কাঁটাযুক্ত গাছগুলি বাড়িতে রাখা অশুভ। বিশেষত তুলসী গাছের কাছাকাছি এই ধরনের গাছ কখনই রাখবেন না, কারণ এগুলি রাহু ও শনির দশা বয়ে আনে। 

  • 4/9

ঝাড়ু 

বাড়িতে সব সময় চোখের আড়ালে রাখতে হবে ঝাড়ু। খাট কিংবা সোফার নীচে এটি রাখা সবচেয়ে ভাল। কখনই ঝাড়ুর মুখের দিকটা ওপরে রেখে দাড় করিয়ে রাখবেন না।

  • 5/9

ভাঙাচোরা আসবাব বা জিনিস দূরে রাখুন 

খারাপ ঘড়ি, ভাঙা গ্লাস, জং ধরা কোনও বৈদ্যুতিন যন্ত্র, জলে ভেজা কাঠ, ভাঙা বা খারাপ কৌটো, আসবাব ইত্যাদি যত তাড়াতাড়ি বাড়ি থেকে সরিয়ে ফেলবেন, তত শীঘ্রই আপনার অর্থনৈতিক সমস্যা মিটবে। 
 

  • 6/9

সিঁড়ির নীচে রান্নাঘর না করা ভাল

কখনই সিঁড়ির নীচে রান্নাঘর কিংবা টয়লেট রাখবেন না। এমনকি সিঁড়ির নীচে ইনভার্টার, জুতো ইত্যাদি রাখা উচিত না। বাস্তু অনুযায়ী সিঁড়ি, আমাদের জীবনে উন্নতির দিকে এগিয়ে দেয়। তাই এই সমস্ত জিনিস না রাখাই ভাল। 

  • 7/9

স্যাঁতস্যাঁতে ঘর এড়িয়ে চলুন

যদি আপনার বাড়িতে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে যত শীঘ্রই সম্ভব তা ঠিক করান। এটি শনি ও রাহুর জন্য ক্ষতিকারক। এটি শারীরিক অসুস্থতা বৃদ্ধির পাশাপাশি বাস্তুশাস্ত্রের জন্যও ক্ষতিকারক।  

  • 8/9

ছেঁড়া জামাকাপড় 

বর্তমানে ফ্যাশনের জন্য অনেকেই ছেঁড়া জিন্স পরেন। কিন্তু ছেঁড়া জামাকাপড় খুবই অশুভ। সব সময়ে পরিষ্কার, টানটান পোশাক পরার চেষ্টা করুন। 

  • 9/9

দরজার আওয়াজ 

অনেক দরজায় আওয়াজ হয়। এই ধরনের কোনও দরজা আপনার বাড়িতে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব সেটি সারিয়ে নিন। এটাও আপনার অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে। 

Advertisement
Advertisement