Advertisement

ধর্ম

Tulsi Vastu Tips: বাড়িতে এভাবে স্থাপন করুন তুলসী! মিটবে সমস্যা, হবে ধনপ্রাপ্তিও

Aajtak Bangla
  • নয়াদিল্লি ,
  • 30 Jan 2022,
  • Updated 1:57 PM IST
  • 1/8

বাড়িতে তুলসী (Tulsi) থাকলে সেই বাড়িতে দৈব কৃপা সহ বাড়ির সদস্যরা চিকিৎসারও সুবিধা পান। জীবনে সংঘর্ষ থেকে মুক্তি ও ধন প্রাপ্তির জন্য তুলসীর পুজো করুন। তুলসীর কিছু প্রতিকার আপনাকে সুস্থ রাখার পাশাপাশি ধনী করে তুলতে পারে।
 

  • 2/8

হিন্দু শাস্ত্র অনুসারে,আষাঢ় ও জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছ লাগানোর বিশেষ তাৎপর্য থাকলেও যেকোনও পবিত্র তিথি, শুক্লপক্ষ এবং পূর্ণিমা ও একাদশী তিথিতেও তুলসীর চারা রোপণ করা যায়।
 

  • 3/8

যেভাবে আমরা যে কোনো দেবতার মূর্তি স্থাপন করি সেভাবেই পবিত্র তুলসীর প্রতিষ্ঠা করতে হবে। এ ছাড়া আরও কী কী ব্যবস্থা নিতে হবে জেনে নিন।
 

  • 4/8

ঘরের যে প্রান্তে তুলসী গাছ লাগাবেন সেই জায়গা সবার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে নিন। এরপর পরিষ্কার মাটি দিয়ে টব বা গামলায় তুলসীর চারা লাগান। এরপর জল, আতর, ফল, বস্ত্র, মিষ্টি, ভোগ, দুধ অর্পণ করুন, ঠিক যেভাবে দেব-দেবীকে অর্পণ করা হয়। এরপর প্রণাম করে নিন। তুলসী স্থাপনের এই বিধান মানলে অসীম কৃপা প্রাপ্ত হয়।
 

  • 5/8

তুলসী গাছ ঘরের দুয়ারে উঁচু জায়গায় লাগানো উচিত। এতে ঘরে নেগেটিভ এনার্জি আসবে না।
 

  • 6/8

তুলসীর পাতা অপ্রয়োজনে তোলা উচিত না। সন্ধেয় তুলসীর সামনে প্রদীপ জ্বালানো উচিত।
 

  • 7/8

একাদশী ও বৃহস্পতিবার তুলসীর পুজো করা হয়। এতে ভগবান বিষ্ণুর কৃপা প্রাপ্ত হয়। হয় না অর্থের সঙ্কট।
 

  • 8/8

তাই নিয়ম করে স্নান করে তুলসীর পূজা করুন। পাশাপাশি, বিষ্ণুর ভগবানেরও পুজো করুন। 

Advertisement
Advertisement