অনেকেই বাড়িতে ছাদ বাগান বা কিচেন গার্ডেন করতে ভালোবাসেন।
গাছ মানুষের মানসিক শান্তি, ইতিবাচকতা নিয়ে আসে জীবনে।
তবে এমন কিছু গাছও রয়েছে যা বাড়িতে আনলে সংসারে সুখ-শান্তি বিঘ্নিত হতে পারে, অপ্রয়োজনে ঝামেলা হতে পারে।
তাই আপনি যদি নতুন বছরে গাছ লাগানোর কথা ভাবেন তাহলে জেনে নিন কোন কোন গাছ শুভ নয় সংসারের জন্য।
ক্যাকটাস, বাবলার মতো কাঁটাযুক্ত গাছ ঘরে রাখলে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। এর ফলে মানসিক চাপ, অসুস্থতা ও আর্থিক ক্ষতি হতে পারে।
যে সব গাছ থেকে সাদা রস বের হয়, সেই সব গাছ বাড়ির জন্য মোটেও ভাল নয়। বাস্তু অনুসারে, এই গাছ মানসিক অশান্তি, আর্থিক দুঃশ্চিন্তা ও দারিদ্রতা নিয়ে আসে।
মেহেন্দি বা হেনার গাছ সুগন্ধী ও বিয়ের জন্য শুভ মনে হলেও, এটা বাড়ির জন্য একেবারে ঠিক নয়। এটি মানসিক অস্থিরতা, স্বাস্থ্য সমস্যা ও আর্থিক সমস্যা দেখা দেবে।
তেঁতুল গাছ ঘরের সামনে না রাখাই ভাল। এই গাছের সঙ্গে শনি ও রাহুর মতো গ্রহদের যুক্ত করে। যা অশান্তি ও বাধা পড়ার সঙ্কেত বহন করে। এতে বাড়িতে অশান্তি, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।
অশ্বত্থ ও বটগাছ কখনই ধরের ভেতর রাখা উচিত না। এই দুটো গাছ পবিত্র হলেও বাড়িতে লাগানো অশুভ বলে মনে করা হয়।