Advertisement

ধর্ম

Plant Astrology: আর্থিক টানাটানি দূর করতে চান? বাড়িতে লাগান এই ৪ গাছ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2022,
  • Updated 1:34 PM IST
  • 1/5


হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে, গাছ-গাছালিতেও দেবতারা বাস করেন। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে নিয়মিত কিছু বিশেষ গাছ-গাছালি লাগিয়ে তাদের পুজো করলে গ্রহের দোষ দূর হয়। এর পাশাপাশি বিশেষ সুবিধাও পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে এমন কিছু বিশেষ গাছের কথা বলা হয়েছে, যেগুলির প্রতিদিন পুজো করলে জীবনে আর্থিক সমস্যা হয় না। 

  • 2/5

তুলসী
হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর  গুরুত্ব কত এটাতেই বোঝা যায় যে কোনো কিছুতে তুলসীর মাত্র একটি পাতা দিলে তা শুদ্ধ হয়ে যায়। এমন অবস্থায় বাড়িতে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা পুজো করলে  কোনও বাস্তু দোষ হয় না। এছাড়াও তুলসী সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে নিয়মিত তুলসী পুজো করা আর্থিক সমস্যা দূর করতে সহায়ক। 
 

  • 3/5

দাভানা
তুলসীর মতো রোজমেরি বা দাভানা গাছকেও অত্যন্ত শুভ মনে করা হয়। দাভানার ধর্মীয় ও বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দাভানাকে তুলসীর মতোই পুজো করা হয়। বাস্তু মতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রোজমেরি গাছ লাগানো শুভ। তা ছাড়া রোজ পুজো করলে শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।  

  • 4/5

কলা গাছ
দেবগুরু বৃহস্পতি কলা গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। এছাড়া ভগবান বিষ্ণুও এতে বাস করেন। বাড়ির পিছনে কলা গাছ লাগাতে হবে। নিয়মিত কলা গাছের পুজো করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। 
 

  • 5/5

লজ্জাবতী লতা
শনিদেব এবং ভোলেনাথ  লজ্জাবতী লতার  গাছের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। ঘরে লজ্জাবতী লতা লাগিয়ে প্রতিদিন পুজো করলে সুখ শান্তি বজায় থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে শিব ও শনিদেবকে এর পাতা নিবেদন করলে সব ধরনের সমস্যা দূর হয়। বাস্তু অনুসারে লজ্জাবতী  বাড়ির উত্তর-পূর্ব বা দক্ষিণ দিকে লাগাতে হবে।  

Advertisement
Advertisement