বৈশাখ মাস ঢুকে পড়েছে। ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত এই মাস চলবে। বৈশাখ পড়তেই বিয়ের সানাই বাজতে শুরু করেছে গোটা দেশেই। হিন্দু শাস্ত্র মতে বিয়ে শুধু নয় আশীর্বাদ, মস্তক-মুণ্ডন, ভবন নির্মাণ, নামকরণ, নতুন গাড়ি কেনারও শুভদিন রয়েছে। এখন বৈশাখ মাস পড়তেই সমস্ত বাধা দূর হয়েছে। মঙ্গল কাজের জন্য শুভ মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে।
গৃহ প্রবেশের জন্য শুভলগ্ন
সোমবার- ২ মে রাত ১২ টা বেজে ৩৩ মিনিট থেকে পরের দিন ভোর ৫ বেজে ৪০ মিনিট পর্যন্ত।
বুধবার- ১১ মেয়ে সন্ধ্যা ৭ টা বেজে ২৮ মিনিট থেকে পরের দিন পাঁচটা বেজে ৩৩ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার- ১২ মে সকাল ৫ টা বেজে ৩২ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা বেজে ৫৩ মিনিট পর্যন্ত।
শুক্রবার- ১৩ মে সন্ধ্যা ৬ টা বেজে ৪৯ মিনিট থেকে পরের দিন সকাল ৫ টা বেজে ৩১ মিনিট পর্যন্ত।
শনিবার- ১৪ মে সকাল ৫ টা বেজে ৩১ মিনিট থেকে দুপুর ৩ টা বেজে ২৪ মিনিট পর্যন্ত।
বিয়ের শুভ লগ্ন
বৈশাখ মাসে বিয়ের মোট ১৫ টি শুভদিন রয়েছে। ১৭ এপ্রিল ১৯ এপ্রিল, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২২ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৪ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৩ মে, ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১১ এপ্রিল, ১২ মে এবং ১৫ মে বিয়ের সবচেয়ে শুভ তারিখ।
নামকরণের জন্য মুহূর্ত
বৈশাখে নামকরণের জন্য মোট ১১ টি শুভদিন রয়েছে। ১৯ এপ্রিল, ২০, এপ্রিল, ২১ এপ্রিল, ২৪ এপ্রিল, ২৮ এপ্রিল, ৩ মে, ৪ মে, ৫ মে, ৮ মে, ১২ এবং ১৩ মে নামকরণ এর জন্য সবচেয়ে ভালো দিন।
মাথা মুড়োনোর শুভ তারিখ
এছাড়া ২০ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৯ মে, ৬ মে, ১৩ মে এবং ১৪ মে মাথা মুড়েনোর জন্য শুভ দিন রয়েছে।
কেনাকাটার জন্য শুভ মুহূর্ত
বৈশাখ মাসে বাড়ি, দোকান অথবা কোন অন্য প্রপার্টি কেনার জন্য মোট ৭ টি শুভ মুহূর্ত রয়েছে। ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৬ মে, ৭ মে, ১০ মে, ১১ মে, এবং ১৫ মে প্রপার্টি অথবা বাহন কেনার সবচেয়ে শুভ দিন।