Advertisement

Somboti Amavasya 2026: ২০২৬-এর প্রথম সোমবতী অমাবস্যা কবে, কীভাবে পাবেন দারুণ লাভ?

Somboti Amavasya 2026: পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ১৫ জুন, সোমবার তৈরি হচ্ছে বছরের প্রথম সোমবতী অমাবস্যার যোগ। এই দিনটি পড়ছে জ্যৈষ্ঠ মাসের অধিক মাসের অমাবস্যা তিথিতে। অধিক মাস সাধারণত তিন বছরে একবার আসে।

অমাবস্যাঅমাবস্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 12:04 AM IST

Somboti Amavasya 2026: শাস্ত্র মতে, সোমবার অমাবস্যা পড়লে তাকে বলা হয় সোমবতী অমাবস্যা। বছরে মাত্র দু’তিনবারই এই যোগ তৈরি হয়। হিন্দু ধর্মগ্রন্থে এই দিনের মাহাত্ম্য আলাদা করে উল্লেখ করা হয়েছে। পবিত্র নদীতে স্নান, দান-ধ্যান ও ব্রত পালনের মাধ্যমে বিশেষ পুণ্যলাভের বিশ্বাস রয়েছে।

২০২৬ সালের প্রথম সোমবতী অমাবস্যা কবে?

১৫ জুন ২০২৬: অধিক মাসে প্রথম সোমবতী অমাবস্যা

আরও পড়ুন

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ১৫ জুন, সোমবার তৈরি হচ্ছে বছরের প্রথম সোমবতী অমাবস্যার যোগ। এই দিনটি পড়ছে জ্যৈষ্ঠ মাসের অধিক মাসের অমাবস্যা তিথিতে। অধিক মাস সাধারণত তিন বছরে একবার আসে। সেই অধিক মাসে আবার সোমবতী অমাবস্যা। এই সংযোগ অত্যন্ত বিরল ও বিশেষ শুভ বলে মনে করা হয়। উল্লেখযোগ্য বিষয়, এই দিনটিই হবে অধিক মাসের শেষ দিন।

একই দিনে সূর্য রাশি পরিবর্তন, মিথুন সংক্রান্তি উৎসব
১৫ জুন, সোমবারই সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। ফলে এই দিন পালিত হবে মিথুন সংক্রান্তি। ধর্মশাস্ত্রে সংক্রান্তিকেও একটি গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয়। ফলে একদিনেই সোমবতী অমাবস্যা ও মিথুন সংক্রান্তি, এই দুই মহাযোগের মিলনে পবিত্র নদীতে স্নান ও দান করলে দ্বিগুণ শুভ ফল পাওয়ার বিশ্বাস রয়েছে।

২০২৬ সালে কেন ১৩টি অমাবস্যা?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এক বছরে সাধারণত ১২টি অমাবস্যা হয়। তবে বিক্রম সংবত ২০৮৩-তে জ্যৈষ্ঠ মাসের অধিক মাস থাকার কারণে ১২টির বদলে ১৩টি অমাবস্যা পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অধিক মাসেই তৈরি হচ্ছে সোমবতী অমাবস্যার বিরল যোগ, যা বহু দশকে একবারই ঘটে। ধর্মাচার্যদের মতে, এই দিনে দান-ধ্যান, ব্রত পালন ও আত্মশুদ্ধির মাধ্যমে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি লাভের সম্ভাবনা বেশি।

 

Read more!
Advertisement
Advertisement