Advertisement

Vastu Tips For Goddess Lakshmi: বাড়িতে এই ৪ ভুলেই দেবী লক্ষ্মী রেগে যান, জলের মতো খরচ হয় টাকা

অনেক সময় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলার পরও সাফল্য হাতে ধরা দেয় না। এমনকী আর্থিক সমস্য়া লেগেই থাকে। সংসারেও সিঁধ কাটে ঝামেলা, অশান্তি। আর এমনটা হওয়ার পিছনে থাকতে পারে কিছু বাস্তুদোষ।

বাস্তু টিপসবাস্তু টিপস
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 11:40 AM IST
  • অনেক সময় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলার পরও সাফল্য হাতে ধরা দেয় না
  • এমনকী আর্থিক সমস্য়া লেগেই থাকে
  • সংসারেও সিঁধ কাটে ঝামেলা, অশান্তি

সংসারে সুখ-শান্তি, ধন-সম্পত্তি থাকুক, এটা মোটামুটি সকলেই চান। আর এই সব কিছু নির্ভর করে দেবী লক্ষ্মীর কৃপার উপর। তিনি মুখ তুলে চাইলেই আপনি অনায়াসে এই সব কিছু পেয়ে যাবেন। আপনার হার্ড-ওয়ার্ক পাবে ফল। সব কিছু ঠিকঠাক হবে।

যদিও মাথায় রাখতে হবে, অনেক সময় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলার পরও সাফল্য হাতে ধরা দেয় না। এমনকী আর্থিক সমস্য়া লেগেই থাকে। সংসারেও সিঁধ কাটে ঝামেলা, অশান্তি। আর এমনটা হওয়ার পিছনে থাকতে পারে কিছু বাস্তুদোষ।

বাস্তু মতে, আমাদের ঘরের কাঠামো এবং জিনিস রাখার জায়গা সরাসরি এক অদৃশ্য শক্তিকে প্রভাবিত করে। তাতে কিছু ভুল হলেই দেবী লক্ষ্মী মাথা থেকে হাত তুলে নেন। তখন সংসারে পয়সার অভাব হলেও হতে পারে। তাই দ্রুত সেই সব সমস্যা সম্পর্কে জেনে নিন।

দেওয়ালে ড্যাম্প

আপনার ঘরের দেওয়ালে কি ড্যাম্প রয়েছে? সেটা সারিয়ে তুলছেন না? তাহলে যে সাবধান হতে হবে। এর ফলে দেবী রাগ করতে পারেন। আসলে ঘরে আর্দ্রতা থাকলে দেবী সেটা পছন্দ করেন। এই কারণে সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সাবধান হন। চেষ্টা করুন এই ভুলটা না করার।

ছাদ নোংরা রাখা

অনেকেই ছাদ নোংরা করে রাখেন। সেখানে আবর্জনার স্তূপ জমান। তবে এই ভুল করা চলবে না। এই জন্য দেবী লক্ষ্মী রেগে যেতে পারেন। তাই এখনই ছাদকে পরিষ্কার রাখুন। সেখানে উপস্থিত নোংরা জিনিসপত্র ফেলে দিন। তাহলেই দেখবেন কৃপা পাবেন।

কাঁটাযুক্ত গাছ ঘরে রাখা

অনেকেই ক্যাকটাসের মতো গাছ ঘরে রাখেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। আসলে এই ধরনের গাছ দেবী লক্ষ্মী পছন্দ করেন না। যার ফলে বিপদ বাড়ে। হাত থেকে টাকা চলে যায়। তাই এই সব গাছ বাদ দিন। তার বদলে তুলসী, মানি প্ল্যান্ট লাগান। তাতেই দেখবেন হাতে টাকা থাকবে।

ঝাড়ু রাখতে হবে সাবধানে

Advertisement

ঝাড়ু ঠিক কীভাবে রাখছেন, তার উপরও দেবী লক্ষ্মী ঘরে থাকবেন কি না, সেটা নির্ভর করে। মাথায় রাখবেন, ঝাড়ু যদি ঠাকুর ঘরের কাছে রাখা হয় বা আলামারির কাছে রাখা হয়, তাহলে দেবী রেগে যান। পাশাপাশি ভাঙা ঝাড়ু ব্যবহার করলেও তিনি মাথার উপর থেকে হাত তুলে নিতে পারেন। তাই এই সব ভুল আর করা চলবে না। তাহলেই দেখবেন হাতে টাকা থাকবে। সংসারে শান্তি বিরাজ করবে।

Read more!
Advertisement
Advertisement