
সকলেই চান তাদের পরিবার ভরে যাক খুশিতে। সংসারে থাকুক শান্তি। সমৃদ্ধি যেন ধরা দেয়। সেই মতো করতে থাকেন পরিশ্রম। তবে তারপরও কিছু ক্ষেত্রে লাভ হয় না। মেলে না কাঙ্খিত ফল। আর এমনটা হতে পারে বাস্তু সমস্যা থাকার জন্য।
জানলে অবাক হয়ে যাবেন, বাস্তু দোষের জন্য সংসারে অশান্তি শুরু হতে পারে। জীবনে আসতে পারে নানা বাধা। পাশাপাশি শারীরিক সমস্যাও ঘিরে ধরতে পারে। তাই বাস্তু নিয়ে সাবধান হতে হবে। মেনে চলতে হবে প্রাচীন নীতি। তাহলেই ঘরে বিরাজ করবে পজিটিভ এনার্জি। আপনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা সুখ, সমৃদ্ধি পাবেন। এমনকী ঘরে আসবে লক্ষ্মীও।
তাই আর সময় নষ্ট না করে সেরা কিছু বাস্তু টিপস জেনে নিন।
বাড়িতে ঢোকার মুখে রাখুন তুলসী গাছ
বাস্তুশাস্ত্র মতে, তুলসী হল সৌভাগ্যের প্রতীক। এটি ঘরের মধ্যে পজিটিভ এনার্জি এনে দিতে পারে। বের করে দিতে পারে যে কোনও নেতিবাচক শক্তি।
এখানেই শেষ নয়, তুলসী হল মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রতীক। যেই কারণে বাড়িতে তুলসী গাছ রাখা ভালো। বিশেষত, বাড়ির মূল প্রবেশদ্বারেই যদি তুলসী গাছ লাগানো যায়, তাহলে সবথেকে বেশি উপকার মিলবে।
ঘুমানোর দিক
বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি কোন দিকে ঘুমান, তার উপর অনেক কিছু নির্ভর করে। এমনকী আপনার স্বাস্থ্যও নির্ভর করে এরই উপর। তাই শোয়ার দিক ঠিক ঠাক নির্বাচন করুন।
এক্ষেত্রে ভুলেও উত্তর দিকে মাথা করে শোবেন না। তাতে ভয়াবহ স্বাস্থ্যজনিত সমস্যা নিতে পারে পিছু। আসলে উত্তর দিকে এক বিশেষ শক্তি থাকে। সেই শক্তি আমাদের শরীরের শক্তির সঙ্গে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। যার ফলে সমস্যা হওয়ার রয়েছে আশঙ্কা। তাই এই দিকে মাথা করে শোবেন না। তার বলে দক্ষিণ বা পূর্ব দিকে মাথা করে শুয়ে পড়ুন।
ঘরের জানলা হবে কোন দিকে?
ঘরের জানলা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে দক্ষিণ দিকে জানলা থাকা সবথেকে বেশি। এই দিকে জানলা থাকলে ঘর ভরে যাবে সমৃদ্ধিতে। পজিটিভ এনার্জি বিরাজ করবে সব জায়গায়। এছাড়া দক্ষিণ দিকে জানলা থাকলেও উপকার মিলবে বলেই জানাচ্ছে শাস্ত্র।
ঘড়ি কোন দিকে রাখা হচ্ছে, সেটাও বিবেচ্য
ঘরের ঘড়ির মুখ সবসময়রাখতে হববে পশ্চিম এবং উত্তর দিকে। আসলে ঘড়ি হল সময়ের প্রতীক। তাই এই দুই দিকে ঘড়ি রাখলে পজিটিভ এনার্জি ঘুরবে ঘরে। যার ফলে জীবনে প্রশান্তি আসবে।
আসবাব রাখুন ঠিক দিকে
বাস্তুশাস্ত্র মতে, সঠিক দিকে আসবাব রাখা উচিত। তাহলেই পজিটিভ এনার্জি ঘুরবে ঘরে। পাশাপাশি পরিবারের সকলের স্বাস্থ্যও থাকবে ভাল। এক্ষেত্রে দক্ষিণ-পশ্চিম দিক করে আসবাব রাখলে সবথেকে বেশি লাভ মিলবে। সংসারে ফিরবে স্ট্যাবিলিটি। পাশাপাশি সুরক্ষিত থাকবে পরিবারের সকলে।