Advertisement

Astro Tips for Becoming Good Actor: অভিনয় জগতে যশ-খ্যাতি এনে দিতে পারে, বাস্তুর এই বদল; করুন এই প্রতিকার

জ্যোতিষ মতে, এর মূল কারণ রাশি চক্রের অবস্থান। বিশেষ করে বুধ ও শুক্রের প্রভাব অভিনয়, সৌন্দর্যবোধ, প্রতিভা ফুটিয়ে তোলা এবং সুযোগ পাওয়া। সব কিছুর সঙ্গেই গভীরভাবে যুক্ত। তাই দক্ষতা থাকা সত্ত্বেও সুযোগ না-এলে নিজের ভাগ্যচক্রকে শক্তিশালী করা জরুরি।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 12:01 AM IST
  • je

অভিনেতা হওয়ার স্বপ্ন অনেকেরই। রূপালি পর্দায় দেখা যাওয়ার ইচ্ছে, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আকাঙ্ক্ষা, সবটাই বাস্তব হয়ে ওঠে তখনই, যখন দক্ষতার সঙ্গে নিজেকে সঠিক জায়গায় তুলে ধরা যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, অভিনয় ভালো হয়েও সুযোগ আসে না। অন্যদিকে কম দক্ষতাসম্পন্ন অনেকেই সহজে জায়গা পেয়ে যান, স্টারডমও পেয়ে বসেন। কেন এমন হয়?

জ্যোতিষ মতে, এর মূল কারণ রাশি চক্রের অবস্থান। বিশেষ করে বুধ ও শুক্রের প্রভাব অভিনয়, সৌন্দর্যবোধ, প্রতিভা ফুটিয়ে তোলা এবং সুযোগ পাওয়া। সব কিছুর সঙ্গেই গভীরভাবে যুক্ত। তাই দক্ষতা থাকা সত্ত্বেও সুযোগ না-এলে নিজের ভাগ্যচক্রকে শক্তিশালী করা জরুরি।

কীভাবে উন্নতি হবে অভিনয়-ভাগ্যচক্রে?
যাঁরা অভিনেতা হওয়ার জন্য সংগ্রাম করছেন, যাঁদের যোগ্যতা আছে তবুও সুযোগ হাতছাড়া হচ্ছে, তাঁরা কয়েকটি সহজ জ্যোতিষ–পদ্ধতি মেনে চললে উপকার পাবেন বলে মনে করা হয়।

আরও পড়ুন

শুক্রকে শক্তিশালী করার উপায়
শুক্র শিল্প, অভিনয়, সৃজনশীলতা ও জনপ্রিয়তার গ্রহ। এটিকে অনুকূলে রাখতে কয়েকটি নিয়ম মানা যেতে পারে।

১. নিয়মিত মা দুর্গার পুজো করুন। তাঁকে নিজের আরাধ্যা দেবী হিসেবে ধরে মনোযোগ দিয়ে পূজা করা শুভ।
২. শুক্র বার পালন করুন।
৩. মা দুর্গাকে ক্ষীর নিবেদন করুন এবং সেই প্রসাদ ১১ জনের মধ্যে বিতরণ করুন।

বুধকে শুভ করে তোলার পদ্ধতি
বুধ বুদ্ধি, বাকশক্তি, কমিউনিকেশন স্কিল ও দ্রুত সুযোগ পাওয়ার গ্রহ। অভিনয়ে এগোতে হলে এটিকে শক্তিশালী করা প্রয়োজন।

১. প্রতি বুধবার ভগবান গণেশের গলায় সবুজ ঘাসের মালা উৎসর্গ করুন।
২. নিজের মনোকামনা পূরণের প্রার্থনা করুন গণেশ দেবতার কাছে।

 

Read more!
Advertisement
Advertisement